কবির সিংহ সিনেমার একটি দৃশ্য। ছবি: ভিডিয়োগ্র্যাব থেকে নেওয়া।
পুলিশ বিভাগও এখন সোশ্যাল মিডিয়াকে নেটাগরিকদের স্টাইলেই ব্যবহার করছে। বিভিন্ন শহরের পুলিশের ভেরিফায়েট টুইটার হ্যান্ডলে গুরুত্বপূর্ণ নানান বার্তা এখন আকর্ষণীয় ভাবে তুলে ধরা হচ্ছে। সম্প্রতি তেমনটাই দেখা গেল গুরুগ্রাম ট্রাফিক পুলিশের টুইটার হ্যান্ডলেও।
বুধবার গুরুগ্রাম ট্রাফিক পুলিশের টুইটার হ্যান্ডেল শাহিদ কপূরের সিনেমা কবীর সিংহের একটি দৃশ্য তুলে ধরা হয়েছে। যেখানে হোলির দিন, আবির গায়ে বাইক নিয়ে প্রেমিকা প্রীতির কাছে পৌঁছনোর জন্য বেরিয়ে পড়েছেন কবীর সিংহ। কিন্তু সেই উত্তেজনা ও তাড়াহুড়োর মধ্যেও হেলমেট পরতে ভোলেননি তিনি।
বাইকে হেলমেট পরা অবস্থায় শাহিদ কপূরের এই ছবি পোস্ট করে গুরুগ্রাম ট্রাফিক পুলিশ ইংরেজি হরফে হিন্দিতে লিখেছে, ‘নিজে বাঁচলে তবেই প্রীতিকে বাঁচাতে পারবেন’। নেটাগরিকদের কাছে হেলমেট পরার বার্তা দিয়েছে পোস্টের নীচে।
আরও পড়ুন: ঐতিহ্যময় গল্ফ টুর্নামেন্টের স্টেডিয়ামে আচমকা শরীর প্রদর্শন করলেন মহিলা!
গুরুগ্রাম ট্রাফিক পুলিশের এমন সরস পোস্ট নেটাগরিকদের কাছে বেশ প্রশংসা পেয়েছে। দু’দিনে ২৮ হাজারের বেশি লাইক পেয়েছে পোস্টটি, সেই সঙ্গে রিটুইট হয়েছে প্রায় ছ’হাজার। গুরুগ্রাম ট্রাফিক পুলিশের হ্যান্ডল থেকেই কমেন্টে আবার শাহিদ কপূর ও কিয়ারা আডবাণীকে ট্যাগ করা হয়েছে।
আরও পড়ুন: স্ত্রীর অ্যাকাউন্টে ৩০ কোটি, অজ্ঞান হওয়ার জোগাড় সাধারণ ফুল ব্যবসায়ীর!
গুরুগ্রাম ট্রাফিক পুলিশের পোস্ট:
Jab khud bachoge tabhi Preeti ko bacha paoge... pic.twitter.com/nW3KAHuQCZ
— Gurugram Traffic Police (@TrafficGGM) February 5, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy