বাঁধা পেয়েও প্রসংসা মন্ত্রীর মুখে। ছবি: টুইটার
রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীদের বিশেষ সুবিধা পেতে দেখেও প্রতিবাদ করেন না প্রায় কেউই। এতটাই চোখ সওয়া হয়ে গিয়েছে এইসব। কিন্তু মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন না দিয়েই ঢুকতে গিয়ে এক ছাত্রীর কাছে বাধা পেলেন কর্নাটকের স্বরাষ্ট্র মন্ত্রী। এই ঘটনায় প্রাথমিক ভাবে চমকে গেলেও পরে সেই ছাত্রীর প্রশংসাই করেছেন মন্ত্রী এমবি পাটিল।
গত ৪ ফেব্রুয়ারি, সোমবার কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী এমবি পাটিল শিবরাত্রির পুজো দেওয়ার জন্য সকাল ১১টা নাগাদ স্থানীয় একটি মন্দিরে গিয়েছিলেন। মন্দিরে তখন লম্বা লাইন। কিন্তু সেই লম্বা লাইন উপেক্ষা করেই পাটিল দলবল নিয়ে মন্দিরে ঢুকে যাচ্ছিলেন। তখনই ওই ছাত্রীর থেকে তিনি বাধা পান। মন্ত্রীর এই কাজ মানতে পারেনি ওই লাইনেই দাঁড়িয়ে থাকা এক ছাত্রী। পাটিলকে সে জানায় যে সকাল থেকে অপেক্ষায় এতগুলি মানুষ। তাঁদের আগে কী করে তিনি পুজো দিতে পারেন?
হকচকিয়ে গেলেও দ্রুত ব্যাপারটি সামলে নেন মন্ত্রী। ওই ছাত্রীকে তিনি জানান খুবই গুরুত্বপূর্ণ দু’টি সভা থাকায় অত্যন্ত তাড়ায় আছেন তিনি। বিমান ধরার তাড়াও আছে। তাই বাধ্য হয়েই লাইনে দাঁড়াতে পারছেন না তিনি। এমনকি এই সভায় যাওয়ার জন্য যে বিশেষ ট্রাফিকের সুবিধাও তাঁকে নিতে হচ্ছে, তাও জানান তিনি। অবশেষে মন্ত্রীর যুক্তি মনে ধরে ওই ছাত্রীর। কিন্তু পুজো দিয়ে চলে গেলেও ওই ছাত্রীর কথা মুছে ফেলতে পারেননি পাটিল। নিজের সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনাটি লিখে তিনি জানান যে এরকম সাহসী ও নির্ভীক ছাত্রসমাজই দেশের ভবিষ্যৎ। ওই ছাত্রীর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনাও জানান তিনি।
BRAVE MINDS WILL BUILD OUR NATION
— M B Patil (@MBPatil) March 5, 2019
“Proud to have met a daring girl who asked a minister to follow the set rules. The incident took place at our BLDE university campus temple. Education is the tool which is developing such strong mindsets. https://t.co/QtIa5qdavJ
আরও পড়ুন: বিয়ের আগে বা বিবাহ বহির্ভুত যৌন সম্পর্কই ছড়ায় এইচআইভি, পাঠ্যবইয়ের তথ্য বাড়াল বিভ্রান্তি
আরও পড়ুন: বাবর যা করেছেন পাল্টানো যাবে না, বিবাদ মেটানোই লক্ষ্য, অযোধ্যা মামলায় বলল সুপ্রিম কোর্ট
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy