Advertisement
০৬ নভেম্বর ২০২৪
MB Patil

লাইন না দিয়ে মন্দিরে ঢুকছিলেন মন্ত্রী, বাধা দিলেন ছাত্রী, তার পর...

মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন না দিয়েই ঢুকতে গিয়ে এক ছাত্রীর কাছে বাধা পেলেন কর্নাটকের স্বরাষ্ট্র মন্ত্রী। এই ঘটনায় প্রাথমিক ভাবে চমকে গেলেও পরে সেই ছাত্রীর প্রশংসাই করেছেন মন্ত্রী এমবি পাটিল।

বাঁধা পেয়েও প্রসংসা মন্ত্রীর মুখে। ছবি: টুইটার

বাঁধা পেয়েও প্রসংসা মন্ত্রীর মুখে। ছবি: টুইটার

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ১৫:৫০
Share: Save:

রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীদের বিশেষ সুবিধা পেতে দেখেও প্রতিবাদ করেন না প্রায় কেউই। এতটাই চোখ সওয়া হয়ে গিয়েছে এইসব। কিন্তু মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন না দিয়েই ঢুকতে গিয়ে এক ছাত্রীর কাছে বাধা পেলেন কর্নাটকের স্বরাষ্ট্র মন্ত্রী। এই ঘটনায় প্রাথমিক ভাবে চমকে গেলেও পরে সেই ছাত্রীর প্রশংসাই করেছেন মন্ত্রী এমবি পাটিল।

গত ৪ ফেব্রুয়ারি, সোমবার কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী এমবি পাটিল শিবরাত্রির পুজো দেওয়ার জন্য সকাল ১১টা নাগাদ স্থানীয় একটি মন্দিরে গিয়েছিলেন। মন্দিরে তখন লম্বা লাইন। কিন্তু সেই লম্বা লাইন উপেক্ষা করেই পাটিল দলবল নিয়ে মন্দিরে ঢুকে যাচ্ছিলেন। তখনই ওই ছাত্রীর থেকে তিনি বাধা পান। মন্ত্রীর এই কাজ মানতে পারেনি ওই লাইনেই দাঁড়িয়ে থাকা এক ছাত্রী। পাটিলকে সে জানায় যে সকাল থেকে অপেক্ষায় এতগুলি মানুষ। তাঁদের আগে কী করে তিনি পুজো দিতে পারেন?

হকচকিয়ে গেলেও দ্রুত ব্যাপারটি সামলে নেন মন্ত্রী। ওই ছাত্রীকে তিনি জানান খুবই গুরুত্বপূর্ণ দু’টি সভা থাকায় অত্যন্ত তাড়ায় আছেন তিনি। বিমান ধরার তাড়াও আছে। তাই বাধ্য হয়েই লাইনে দাঁড়াতে পারছেন না তিনি। এমনকি এই সভায় যাওয়ার জন্য যে বিশেষ ট্রাফিকের সুবিধাও তাঁকে নিতে হচ্ছে, তাও জানান তিনি। অবশেষে মন্ত্রীর যুক্তি মনে ধরে ওই ছাত্রীর। কিন্তু পুজো দিয়ে চলে গেলেও ওই ছাত্রীর কথা মুছে ফেলতে পারেননি পাটিল। নিজের সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনাটি লিখে তিনি জানান যে এরকম সাহসী ও নির্ভীক ছাত্রসমাজই দেশের ভবিষ্যৎ। ওই ছাত্রীর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনাও জানান তিনি।

আরও পড়ুন: বিয়ের আগে বা বিবাহ বহির্ভুত যৌন সম্পর্কই ছড়ায় এইচআইভি, পাঠ্যবইয়ের তথ্য বাড়াল বিভ্রান্তি

আরও পড়ুন: বাবর যা করেছেন পাল্টানো যাবে না, বিবাদ মেটানোই লক্ষ্য, অযোধ্যা মামলায় বলল সুপ্রিম কোর্ট

অন্য বিষয়গুলি:

MB Patil Karnataka Shiva Ratri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE