বর্ষপূর্তির দিনেই মোদী সরকারের নীতির বিরুদ্ধে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে। সঙ্ঘ-পরিবারের শ্রমিক সংগঠন বিএমএস-সহ সমস্ত ট্রেড ইউনিয়নের বৈঠকে আজ সিদ্ধান্ত হয়েছে, ২ সেপ্টেম্বর ধর্মঘট ডাকা হবে। মোদী সরকারের প্রথম বর্ষপূর্তির দিন দিল্লিতে শ্রমিক সংগঠনগুলির জাতীয় সম্মেলনে এর ঘোষণা হবে। শ্রমিকদের দশ দফার দাবির পাশাপাশি জমি বিল ও শ্রম আইনের সংস্কারের বিরুদ্ধেও এই ধর্মঘট।
সরকারের তরফে অবশ্য এখনও ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করানোর চেষ্টা চলছে। বিএমএস-কে বোঝানো হচ্ছে, শ্রমিক সংগঠনগুলির দাবি খতিয়ে দেখতে কেন্দ্রীয় মন্ত্রীদের একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি হয়েছে। কমিটিতে থাকবেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ও শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়। বিএমএস প্রথমে ধর্মঘটে নারাজ হলেও পরে বুঝতে পারে, অন্য সংগঠনগুলির সঙ্গে না থাকলে তাদের দর কষাকষির ক্ষমতা কমবে। আইএনটিইউসি-র জি সঞ্জীব রেড্ডি, এআইটিইউসি-র গুরুদাস দাশগুপ্ত, সিটু-র তপন সেনের সঙ্গে উপাধ্যায়ও ধর্মঘটের প্রস্তাবে সই করেন। বিএমএস নেতৃত্বের দাবি, মোদী সরকারের শ্রম আইনে সংশোধন করে ইচ্ছেমতো ছাঁটাইয়ের ব্যবস্থা করতে চাইছে। সামাজিক সুরক্ষায় কোপ পড়ছে। অন্য দিকে শ্রম মন্ত্রকের দাবি, ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে আলোচনা করেই শ্রম আইনে বদল হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy