ইতিমধ্যেই দুধের মতো সাদা বরফে ঢেকে গিয়েছে লাহুল-স্পিতি-র বড় অংশ। বরফ ছড়িয়ে রয়েছে রাস্তার উপর। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি ঢেকে গিয়েছে বরফের চাদরে। হঠাৎ তুষারপাত পেয়ে বেজায় খুশি ঘুরতে আসা পর্যটকেরা। শীতে লাহুল-স্পিতির তাপমাত্রা থাকে হিমাঙ্কের নীচে— ৪ থেকে ২০ ডিগ্রির মধ্যে। শীতের আগে এমন তুষারপাতে জনজীবন বিপর্যস্ত।