Advertisement
E-Paper
BB_2025_Lead Zero Banner

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ প্রয়াত, শোকপালন দেশ জুড়ে। পার্থের মামলা। আর কী কী নজরে দিনভর

বৃহস্পতিবার বেশি রাতের দিকে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ দিল্লি এমসের থেকে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আজ বন্ধ থাকতে পারে সমস্ত সরকারি কর্মসূচি।

—ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ০৬:৩১
Share
Save

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ প্রয়াত, শোকপালন দেশ জুড়ে

বৃহস্পতিবার রাতে দিল্লি এমসে প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। দেশের অর্থনৈতিক সংস্কারের রূপকারের প্রয়াণে শোকস্তব্ধ রাজনীতিকেরা। শাসক, বিরোধী নির্বিশেষে সকলে স্মরণ করছেন দেশ গঠনে তাঁর অবদানের কথা। গান্ধী পরিবার থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ সকল রাজনীতিকেরা তাঁর পাণ্ডিত্য এবং দেশের প্রতি অবদানের কথা তুলে ধরেছেন। মনমোহনের পাণ্ডিত্য এবং প্রশাসনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। শুক্রবার সকাল ১১টায় বৈঠকে বসতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। আজ বন্ধ থাকতে পারে সমস্ত সরকারি কর্মসূচি। সূত্রের খবর, সাত দিনের জাতীয় শোক ঘোষণা করতে পারে কেন্দ্র। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। কংগ্রেসের তরফে ইতিমধ্যে সাত দিনের জন্য সমস্ত দলীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেশি রাতের দিকে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ দিল্লি এমসের থেকে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে।

পার্থের মামলায় বসছে কোর্ট, চার্জ গঠন প্রক্রিয়া কি আরও এগোবে

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-সহ ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বিচার ভবনে। সুপ্রিম কোর্ট ইডির মামলায় পার্থের জামিনের আবেদন মঞ্জুর করেছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন দিতে হবে। তার আগে চার্জ গঠন এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ সেরে নিতে বলেছে সুপ্রিম কোর্ট। এই প্রক্রিয়া হয়ে গেলে ১ ফেব্রুয়ারির আগেও জামিন পেতে পারেন পার্থ। সেই মতো নিম্ন আদালতও চার্জ গঠন প্রক্রিয়া সেরে নিতে চাইছে। সাধারণত এই সময়ে আদালতে ছুটি চললেও, চার্জ গঠন প্রক্রিয়ার জন্য কোর্ট খোলা রাখা হচ্ছে বিচার ভবনে। বৃহস্পতিবারের পর শুক্রবারও ইডির মামলার জন্য এজলাস বসবে। বৃহস্পতিবার ইডির মামলা থেকে নিষ্কৃতি চেয়ে আবেদন জানিয়েছেন পার্থ। এ ছাড়া তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, কৌশিক মাজিও আবেদন জানিয়েছেন মামলা থেকে নিষ্কৃতির জন্য। এই অবস্থায় চার্জ গঠন প্রক্রিয়ায় আজ কী কী অগ্রগতি হয়, সে দিকে নজর থাকবে।

কাজ়াখস্তানে বিমান দুর্ঘটনার নেপথ্যে কী, তদন্ত কোন পথে

কাজ়াখস্তানে বিমান দুর্ঘটনা নিয়ে বিতর্ক থামছে না। ঘটনার এক দিন পর নানা দাবি উঠছে। দুর্ঘটনার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অনেকে বলছেন, পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লেগে বিমান ভেঙে পড়েছে। অনেকে আবার দাবি করছেন, ইউক্রেনের বিমান ভেবে রুশ বাহিনী গুলি করে ওই যাত্রিবাহী বিমানটিকে নামিয়েছে। তদন্ত চলছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ।

মায়ানমারে ক্রমেই কোণঠাসা জুন্টা, পরিস্থিতি কোন দিকে

মায়ানমারে জুন্টা সরকারের স‌ঙ্কট ক্রমেই বাড়ছে। বিদ্রোহী গোষ্ঠীর জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ জুন্টা নৌ ঘাঁটি, মণিপুর সংলগ্ন চিন প্রদেশের দখল নিয়েছে। ব্যবসায়িক রাজধানী ইয়াঙ্গন তাদের লক্ষ্য হতে পারে বলে অনেকে মনে করছেন। সাধারণ মানুষের বড় অংশের সমর্থন রয়েছে বিদ্রোহীদের প্রতি। সেখানকার পরিস্থিতি কোন দিকে এগোয় আজ নজরে থাকবে।

পৌষে বৃষ্টি! বৎসরান্তে জাঁকিয়ে শীত ফিরবে কি

বছর শেষ হতে চলল। কিন্তু এখনও জাঁকিয়ে শীতের দেখা নেই। উল্টে পৌষ মাসে বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়। আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বললেই চলে, জানিয়ে দিয়েছেন আবহবিদেরা। শনিবার পর্যন্ত রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। তবে রবিবার থেকে পারদপতন হতে পারে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

News of the Day manmohan singh Partha Chatterjee plane accident Mayanmar Winter

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।