গবেষকেরা এর নাম দেন ‘জিপিএম জে ১৮৩৯-১০’। ৩৫ বছর ধরে এই মহাকাশবার্তার অস্তিত্ব টের পেলেও এখনও এর কোনও ব্যাখ্যা নেই গবেষকদের কাছে। পুরনো তথ্য হাতড়ে ও অঙ্ক কষে মহাকাশবিজ্ঞানীরা জানতে পারেন, ১৫ হাজার আলোকবর্ষ দূর থেকে ভেসে আসছে এই রহস্যবার্তা। প্রতি ১৮ মিনিট অন্তর সঙ্কেত আসার ঘটনা লক্ষ করেন বি়জ্ঞানীরা।
কারা পাঠাচ্ছে এই বার্তা? তবে কি অন্য কোনও গ্রহের বাসিন্দারা বার বার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে? টানা তিন দশক ধরে কেনই বা ভেসে আসছে এই সঙ্কেত? রহস্যময় এই বার্তা নিয়েই ‘আ লং পিরিয়ড রেডিয়ো ট্রানজ়িয়েন্ট অ্যাকটিভ ফর থ্রি ডেকেডস’ শিরোনামের একটি প্রবন্ধ বিজ্ঞান বিষয়ক পত্রিকা ‘নেচার’-এ প্রকাশ করেন একদল গবেষক।
যখনই এই তরঙ্গ পৃথিবীর ধারেকাছে আসে তখনই অ্যান্টেনায় ধরা পড়ে সেই সঙ্কেতগুলি। পৃথিবীতে আসা অন্যান্য পালসার তরঙ্গের সঙ্গে ‘জিপিএম জে ১৮৩৯-১০’-এর তরঙ্গ তুলনা করে দেখা শুরু করেন। সেই তথ্য যাচাই করে দেখতে গিয়েই ভুল ভাঙে জোতির্বিজ্ঞানীদের। তাঁরা বুঝতে পারেন গোড়ায় এই বেতার তরঙ্গ পালসার থেকে আসছে মনে হলেও আদতে এর উৎস ‘পালসার’ নয়।
একটা সময় পর পালসারগুলি থেকে বেতার তরঙ্গ আসা একেবারেই বন্ধ হয়ে যায়। অন্য পালসারের বার্তার সঙ্গে ‘জিপিএম জে ১৮৩৯-১০’ এর স্পন্দনের রেখচিত্র মেপে দেখার পর চমকে ওঠেন মহাকাশ গবেষকেরা। রহস্যময় বেতারবার্তাটি আসছে তারকাদের মৃত্যু উপত্যকার ওপার থেকে। তা দেখে গবেষকেরা নিশ্চিত হন, এই সঙ্কেত কোনও ভাবেই পালসার থেকে আসছে না।
তবে কোথা থেকে আসছে এই সঙ্কেত? জোর্তিবিজ্ঞানীদের একাংশের ধারণা, এই সঙ্কেতের উৎস হতে পারে ম্যাগনেটার। এরাও এক ধরনের নিউট্রন তারকা, যাদের প্রচণ্ড শক্তিশালী চৌম্বকীয় বলয় থাকে। এদের চৌম্বকীয় ক্ষেত্র থেকে পালসারের থেকেও বেশি বেতার তরঙ্গ, চৌম্বক তরঙ্গ এমনকি এক্স রে-ও নির্গত হতে থাকে। এদের সঙ্কেত পাঠানোর সময়ও পালসারের তুলনায় কয়েক গুণ বেশি।
সেই মুহূর্তে মহাকাশ গবেষকদের মনে আরও একটি সম্ভাবনার কথা উঁকি দেয়। পালসারের মতোই আচরণ করা আরও এক মৃত তারকা হল শ্বেত বামন পালসার। সূর্যের থেকে বেশি ভরের নক্ষত্রগুলি জ্বলতে জ্বলতে ফুরিয়ে যাওয়ার পর শ্বেত বামন পালসারে পরিণত হয়। ভর বেশি হওয়ার কারণে এদের মধ্যে শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয়ে যায়। এর ফলে সাধারণ পালসারগুলির মতো আচরণ করতে থাকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy