—প্রতীকী চিত্র।
টিকিট না কেটেই ট্রেনে ১৬১ কিলোমিটার সফর করলেন প্রায় এক হাজার যাত্রী। সে সব জেনেশুনেও কোনও চেকার তাঁদের বাধা দিলেন না। জরিমানাও করা হল না কোনও যাত্রীর।
বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর রামেশ্বরম স্টেশনে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে রামেশ্বরম স্টেশনে ওই সময় টিকিট কাউন্টারে যাঁর ডিউটিতে থাকার কথা ছিল, তিনি আসেননি। এই সময় রামেশ্বরম থেকে মাদুরাই পর্যন্ত যাত্রীদের চাপ অনেকটাই থাকে। স্টেশনের এক কর্মচারী জানিয়েছেন, রামেশ্বরম-মাদুরাই প্যাসেঞ্জার ট্রেন ছাড়ার আগের মুহূর্ত পর্যন্ত টিকিট কাউন্টারে কেউ ছিলেন না। ফলে বেশ কিছু ক্ষণ অপেক্ষার পর বিনা টিকিটে ট্রেনে চড়তে বাধ্য হন প্রায় এক হাজার যাত্রী।
আরও পড়ুন:
বিমানবন্দর তৈরি, লাইসেন্স চায় সিকিম
খালি যায় ট্রেন, সেই রুটেই বুলেট
এই বিষয়ে ইতিমধ্যেই মাদুরাইয়ের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে একটি অভিযোগ জমা পড়েছে। তবে রেলমন্ত্রকের তরফে এ ক্ষেত্রে কী পদক্ষেপ করা হবে, তা এখনও জানা যায়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy