বড় ধরনের কেলেঙ্কারির প্রস্তুতি চলছে বলে মনমোহন সিংহকে জানিয়েছিলেন তিনি। মনমোহন তাঁকে টেলিকম মন্ত্রকের সঙ্গে সহযোগিতা করতে বলেন। টুজি কাণ্ড নিয়ে একটি বইতে এই দাবি করেছেন টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার (ট্রাই) প্রাক্তন প্রধান প্রদীপ বাইজল। টুজি স্পেকট্রাম বণ্টনের ক্ষেত্রে ভুল নীতি নেওয়ার ফলেই কর্পোরেট সংস্থাগুলি অন্যায্য ভাবে সুবিধে পেয়েছে বলে অভিযোগ সিবিআইয়ের। বাইজল জানান, তিনি আগে এলে আগে পাবে (ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ) নীতির ভিত্তিতে টুজি স্পেকট্রাম বণ্টনের সুপারিশ করেছিলেন। কিন্তু তা মানতে রাজি হননি তৎকালীন টেলিকম মন্ত্রী দয়ানিধি মারান। বাইজলের দাবি, পরে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও তাঁকে মারানের সঙ্গে সহযোগিতা করতে বলেন। বাইজলের কথায়, ‘‘টুজি কেলেঙ্কারির বিষয়টি গোড়া থেকেই মনমোহন জানতেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy