পরিশুদ্ধ জলের উপর আর অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না, দাম নিতে হবে বোতলের গায়ে মুদ্রিত এমআরপি অনুযায়ী, এমনটাই জানাল কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা বিষয়ক দফতর। একই জলের বোতল একেক জায়গায় একেক রকমের দাম দিতেই অভ্যস্ত সাধারণ মানুষ। মাল্টিপ্লেক্স বা বিমানবন্দর থেকে পরিশুদ্ধ পানীয় জলের বোতল কিনলে এমআরপি-র থেকে বেশ অনেকটাই অতিরিক্ত টাকা খসাতে হয় সাধারণ মানুষকে। দূরপাল্লার ট্রেনেও অনেক সময় এমন অভিজ্ঞতার সম্মুখীন হন যাত্রীরা। কিন্তু ঠিক কী কারণে দামের এই হেরফের তার সঠিক উত্তর বেশির ভাগেরই অজানা। অবশেষে ‘মহার্ঘ’ পানীয় জলকে সঠিক দামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হল কেন্দ্রীয় সরকারের তরফে।
আরও পড়ুন: বাড়ছে রেফার রোগ, অনাস্থার শেষ কবে
রামবিলাস পাসোয়ানের সেই টুইট
সম্প্রতি কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসোয়ান একটি টুইটবার্তায় এমনটাই জানিয়েছেন। জানা গিয়েছে, পানীয় জলের দামের হেরফের নিয়ে প্রায়ই গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা পড়ে। এ বার সেই অভিযোগ খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দফতর সূত্রে খবর, এ বার থেকে পানীয় জলের দাম এমআরপি অনুযায়ীই নিতে হবে। এরপরেও যদি কোনও অসাধু ব্যবসায়ী অতিরিক্ত টাকা নিতে গিয়ে ধরা পড়েন, তা হলে তাঁকে জরিমানা দিতে হবে। এমনকী তাঁর জেলও হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন রামবিলাস পাসোয়ান।
মন্ত্রীর টুইটের পর অবস্থা বদলায় কি না সেটাই এখন দেখার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy