Do you know this 11 year old boy teach engineering students dgtl
hyderabad
১১ বছর বয়সেই বি টেক, এম টেকের ছাত্র পড়ায় এই বিস্ময় বালক
বয়স মাত্র ১১। কিন্তু সে ক্লাস নেয় বি টেক, এম টেক পড়ুয়াদের। হায়দরাবাদের এই বিস্ময় বালককে নিয়ে তোলপড়া সোশ্যাল মিডিয়া।
সংবাদ সংস্থা
হায়দরাবাদশেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ০৯:৩০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
বয়স মাত্র ১১। কিন্তু সে ক্লাস নেয় বি টেক, এম টেকের পড়ুয়াদের। হায়দরাবাদের এই বিস্ময় বালককে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
০২১২
ক্লাস সেভেনের ছাত্র এই বিস্ময় বালক মহম্মদ হাসান আলি। নিজের পড়ার পাশাপাশি ছাত্রও পড়ায় সে। ডিজাইনিং, ড্রাফটিং কোনও কিছুই আটকাচ্ছে না। সবেতেই সে সমান পারদর্শী।
০৩১২
বয়স মাত্র ১১ হলে কী হবে, ইঞ্জিনিয়ারিংয়ের অঙ্ক সহজেই করে ফেলে সে। কম্পিউটারের সবটাই নখদর্পনে। বয়সে বড় ছাত্রদের খুব সহজ করে কঠিন অঙ্ক বুঝিয়ে দেয় এই খুদে শিক্ষক।
০৪১২
কিন্তু হাসানের রোজকার রুটিন কী? সকাল সাড়ে ৮টায় তার স্কুল শুরু। দুপুর তিনটে নাগাদ স্কুল থেকে এসে নিজের হোম ওয়ার্ক করে পাঁচটা অবধি।
০৫১২
তারপর কোচিংয়ে গিয়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ছাত্রদের পড়ায় হাসান। বাড়ি ফিরে নিজের পড়া শেষ করে ঘুমিয়ে পড়ে সে।
০৬১২
এই পড়ানো কিন্তু তার পেশা নয়। এটা তার সখ। সেই জন্য ছাত্রদের কাছ থেকে কোনও বেতন নেয় না হাসান।
০৭১২
হাসান সংবাদ সংস্থাকে বলেছে, “আমি আমার ছাত্রদের কাছ থেকে সাম্মানিক নিই না। আমি দেশের জন্য কিছু করতে চাই। আমার বাবা-মা আমাকে সব সময় সাহায্য করেন।”
০৮১২
হাসান চায়, ইঞ্জিনিয়াররা যেন এদেশেই চাকরি করে। বিদেশে নয়। তার কথায়, ‘‘আমাদের ইঞ্জিনিয়ারদের অনেক এগিয়ে মেধায়, শুধু পিছিয়ে টেকনিকে আর জনসংযোগে। ডিগ্রি থাকা সত্ত্বেও তারা চাকরি পায় না অনেক সময়।’’
০৯১২
হাসান জানায়, ‘‘আমার পছন্দ ডিজাইনিং। আমি নিজেও শিখি, অন্যদেরও শেখাই।’’ প্রায় ৩০ জন সিভিল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রকে সে ডিজাইনিং ও ড্রাফটিং পড়ায়।
১০১২
একটা লক্ষ্যও আছে হাসানের। ২০২০ সালের মধ্যে ১ হাজার জন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রকে পড়াতে চায় হাসান। হাসানের এক বি টেক গ্র্যাজুয়েট ছাত্রী জানান, “এত ভাল ভাবে ডিজাইনিং পড়াতে খুব কম জনকেই দেখেছি।”
১১১২
হাসানের পরিবারের প্রত্যেকেই শিক্ষকতার সঙ্গে যুক্ত। তার বাবা, মা, কাকু, কাকিমা সবাই শিক্ষক। তাই ছোটবেলা থেকেই পড়ানোর নেশা হাসানের। অবশ্য শুধু নেশা থাকলেই তো হবে না।
১২১২
ক্লাস সেভেনের এক ছাত্র ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের পড়াচ্ছে, এই ঘটনায় অবাক সবাই। অবাক হাসানের শিক্ষকরাও। হাসান অঙ্কে অত্যন্ত পারদর্শী জানিয়েছেন তাঁরাও।