সুপ্রিম কোর্ট।ফাইল চিত্র।
খবরের ওয়েবসাইট ‘দ্য ওয়্যার’কে কড়া ভাষায় ভর্ত্সনা করল সুপ্রিম কোর্ট। ‘‘আপনারা যা খুশি লিখে পার পেয়ে যাবেন বলে ভেবেছেন?’’ এ ভাবেই আজ কার্যত তাদের ধমকেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র। ওই ওয়েবসাইটের বিরুদ্ধে করা মানহানি সংক্রান্ত একটি মামলায় বৃহস্পতিবার প্রধান বিচারপতি বলেন, ‘‘স্ংবাদ মাধ্যমের স্বাধীনতায় আমরাও বিশ্বাস করি। কিন্তু, স্বাধীনতার নামে যা খুশি করা যায় না।’’
‘দ্য ওয়্যার’-এর বিরুদ্ধে অভিযোগ, তারা বিজেপি সভাপতি অমিত শাহের ছেলে জয়ের বিরুদ্ধে মিথ্যে খবর ছাপিয়েছে। ‘দ্য গোল্ডেন টাচ অব জয় অমিত শাহ’ নামের প্রতিবেদনে ‘দ্য ওয়্যার’ লিখেছিল যে, জয়ের ব্যবসায়িক উত্থানের পিছনে বিজেপি সরকারের হাত রয়েছে। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরেই তাঁর ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে।
‘দ্য ওয়্যার’-এর বক্তব্য, তাদের প্রতিবেদন ‘ডকুমেন্টরি এভিডেন্স’-এর ভিত্তিতে লেখা হয়েছিল।এ কথা শুনেই ক্ষুব্ধ বিচারপতি বলেন,‘‘একটা সীমা থাকা উচিত। কী করে কেউ অন্যের বিরুদ্ধে যা খুশি তাই লিখতে পারে?’’
আরও পড়ুন: উত্তপ্ত কূটনীতি, ভারত থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে নিল পাকিস্তান
‘দ্য ওয়্যার’-এর বিরুদ্ধে প্রাথমিকভাবে মামলা দায়ের করা হয়েছিল গুজরাত হাইকোর্টে। সে মামলা খারিজের আবেদন নিয়ে ‘দ্য ওয়্যার’ সুপ্রিম কোর্টে পাল্টা মামলা দায়ের করে। ১২ এপ্রিল পর্যন্ত শুনানি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy