গোমাংস ভক্ষণ নিয়ে হত্যাকাণ্ডের প্রায় ন’মাস পরে ফের উত্তপ্ত দাদরি। আর উত্তরপ্রদেশের ভোটকে সামনে রেখে জোরকদমে শুরু হয়ে গেল মেরুকরণের রাজনীতিও। রাজ্য সরকারের রিপোর্ট বলছে, গণপ্রহারে নিহত মহম্মদ আখলাখের বাড়ির ফ্রিজে গোমাংসই ছিল। আর এই রিপোর্ট প্রকাশ হওয়ার পরেই তেতে উঠেছেন গ্রামবাসী এবং স্থানীয় বিজেপি নেতারা। আশঙ্কা করা হচ্ছে, আখলাখের পরিবারের অন্য সদস্যদের উপরে এ বার হামলা হতে পারে। আখলাখের পরিবারের বিরুদ্ধে এফআইআরের দাবিতে আজ প্রতিবাদ সভা হয়েছে। রাজনীতির ঘোলা জলে মাছ ধরা ছাড়াও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছে প্রশাসন। যাতে ওই মহাপঞ্চায়েত না হয়, তার জন্য এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন জেলাশাসক এল পি সিংহ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy