Advertisement
০৫ নভেম্বর ২০২৪
National News

করোনা-মোকাবিলায় এ বার রাতারাতি পরীক্ষার সংখ্যা বাড়াল তামিলনাড়ু

তামিলনাড়ুতে করোনা-সংক্রমণ লাগাম দিতে সবচেয়ে বড় বদল ঘটেছে স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে।

ছবি: এপি।

ছবি: এপি।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ১৯:১৮
Share: Save:

করোনা-সঙ্কটের মোকাবিলায় অবশেষে নিজের অবস্থান বদল করছে তামিলনাড়ু সরকার। রাজ্যে করোনা-পরিস্থিতি যাতে লাগামছাড়া না হয়, সে জন্য আরও বেশি সংখ্যক মানুষকে পরীক্ষা করা থেকে শুরু করে ত্রাণকার্যে বিরোধী দল এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সাহায্য নেওয়া— এমন সব ধরনের পথই বেছে নিতে শুরু করেছে ই পলানীস্বামী সরকার।

করোনা-সংক্রমিতের সংখ্যার নিরিখে গোটা দেশে মহারাষ্ট্র এবং দিল্লির পরেই রয়েছে তামিলনাড়ু। মহারাষ্ট্রে ২ হাজার ৩৩৪ জন এবং দিল্লিতে ১ হাজার ৫১০ জন করোনায় আক্রান্ত। অন্য দিকে তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ১৭৩ জন। ওই রাজ্যে এখনও পর্যন্ত করোনা-সংক্রমণে মৃত্যু হয়েছে ১১ জনের। তবে বিরোধী-সহ বহু রাজনৈতিক পরিসংখ্যানবিদের অভিযোগ, করোনা-পরিস্থিতির মোকাবিলায় সঠিক পথে এগোয়নি পলানীস্বামী সরকার। এক দিকে যেমন ত্রাণকার্যে নিয়োজিত হতে বিরোধী দল এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলির উপর নিষেধাজ্ঞা জারি করেছে এ সরকার। অন্য দিকে, আক্রান্তের সংখ্যা কমিয়ে বলারও অভিযোগ উঠেছে তামিলনাড়ুর সরকারের বিরুদ্ধে। পাশাপাশি, সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য পরীক্ষার সামগ্রিক ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও এখন সরকারের এই দৃষ্টিভঙ্গির বদল ঘটছে বলেই মনে করছেন অনেকে।

তামিলনাড়ুতে করোনা-সংক্রমণ লাগাম দিতে সবচেয়ে বড় বদল ঘটেছে স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে। প্রশাসন জানিয়েছে, আগের থেকে আরও বেশি সংখ্যক মানুষকে পরীক্ষা করা হচ্ছে। এবং সে জন্য একটি ত্রি-স্তরীয় পদ্ধতি চালু করেছে স্বাস্থ্য দফতর। গত এক সপ্তাহে, দিনে হাজার জনেরও বেশি মানুষকে পরীক্ষা করা হয়েছে বলে দফতর সূত্রে জানানো হয়েছে। রাজ্যের স্বাস্থ্যসচিব বীলা রাজেশ জানিয়েছেন, করোনাভাইরাসের উপসর্গ রয়েছে, এমন মানুষজনেরই স্বাস্থ্য পরীক্ষা করা হত। তবে এখন প্রথম বার কারও টেস্ট রিপোর্টে নেগেটিভ এলেও তাঁকে ফের পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক দিনে শুধুমাত্র চেন্নাইয়েই দিনে বারোশো থেকে তেরোশো মানুষকে পরীক্ষা করা হয়েছে।

আরও পড়ুন: বাড়ি ফিরতে চাই, বান্দ্রায় হাজারো পরিযায়ী শ্রমিকের বিক্ষোভে লাঠিচার্জ

সরকারি স্তরে এই তৎপরতার ইঙ্গিত পাওয়া যায় স্বাস্থ্য দফতরের এক শীর্ষ কর্তার কথায়। তিনি বলেন, ‘’আমাদের আরও বেশি মানুষজনকে পরীক্ষা করতে হবে। এমনকি এর পরিধিও বাড়াতে হবে। এর আগে কেবলমাত্র বিদেশফেরতদের পরীক্ষা করা হত। তবে এখন দিল্লি বা অন্য রাজ্য থেকে আসা মানুষদেরও পরীক্ষা করা হচ্ছে।’’

আরও পড়ুন: হটস্পটে আরও কঠোর, ছাড়ের ভাবনা অন্যত্র, বললেন প্রধানমন্ত্রী

স্থানীয় মানুষজনকে পরীক্ষার পাশাপাশি আরও দু’টি পন্থা বেছে নিয়েছে তামিলনাড়ুর স্বাস্থ্য দফতর। দফতরের ওই শীর্ষ কর্তা জানিয়েছেন, কোভিড-১৯ পজিটিভদের পরিবারের সদস্য এবং তাঁদের সংস্পর্শে আসা মানুষদেরও পরীক্ষা করা শুরু হয়েছে। সেই সঙ্গে যে সমস্ত এলাকায় সংক্রমণ দেখা দিয়েছে, সেখানে করোনার একটি উপসর্গ থাকলেও সেই ব্যক্তিকে পরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া, ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ বা শ্বাসকষ্ট রয়েছে, এমন মানুষজনকেও পরীক্ষা করা হচ্ছে।

করোনা রুখতে পরীক্ষা ব্যবস্থায় এ ধরনের বদল ঘটালেও আরও একটি বিষয়ে চিন্তা বাড়াচ্ছে তামিলনাড়ু সরকারের। সেটি হল, ১০ বছরের কম বয়সিদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ। এখনও পর্যন্ত ওই রাজ্যে ৩১টি এমন সংক্রমিতের সন্ধান মিলেছে। পাশাপাশি, রাজ্যে যে ১১ জনের করোনায় মৃত্যু হয়েছে, তাঁদের বেশির ভাগই ৪০ বছরের বেশি বয়সি। ফলে গোটা দেশের মতোই করোনা-সংক্রমণে রাশ টানাই এখন তামিলনাড়ু সরকারের মূল চ্যালেঞ্জ।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE