নীতীশের বিরুদ্ধে মামলা হল সুপ্রিম কোর্টে। ছবি: পিটিআই
মহাজোট ভাঙতেই অভিযোগটা প্রথম আরজেডি প্রধান লালুপ্রসাদ তুলেছিলেন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। এ বার সেই অভিযোগকে হাতিয়ার করে নীতীশের বিধায়ক পদ খারিজের দাবি উঠল। শুধু দাবি নয়, সোমবার সুপ্রিম কোর্টে রীতিমতো মামলাও রুজু করলেন এমএল শর্মা নামে এক ব্যক্তি।
ওই মামলায় বলা হয়েছে, জেডিইউ নেতা নীতীশ কুমার বিহারের এক কংগ্রেস নেতা সীতারাম সিংহ খুনের ঘটনায় অভিযুক্ত। ১৯৯১ সালে লোকসভা উপনির্বাচনের সময় এই ঘটনা ঘটে। শুধু খুনই নয় নীতীশের বিরুদ্ধে চার জনকে গুরুতর জখম করার অভিযোগও রয়েছে। এমএল শর্মা আদালতের কাছে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন। পাশাপাশি শীর্ষ আদালতকে তাঁর অনুরোধ, নির্বাচন কমিশনের কাছে এ নিয়ে অনেক বার অভিযোগ করা হয়েছে। সব কিছু জানার পরেও নির্বাচন কমিশন যে ভাবে নীতীশকে ছাড় দিয়েছে, তাতে স্বশাসিত ওই সংস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।
আরও পড়ুন: আমলা স্তরে বড়সড় রদবদল নীতীশের
কোনও প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তা জানাতে হয় কমিশনকে। নীতীশ হলফনামায় কোনও বারই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা কমিশনকে জানাননি বলেও ওই ব্যক্তি আদালতে জানিয়েছেন।
এই মামলার শুনানি কবে, আদালত সূত্রে তা জানা যায়নি।
আরও পড়ুন: ফের জিতবেন মোদীই, দৃঢ় বিশ্বাস নীতীশের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy