ফাইল ছবি।
রেশন মিলবে। কিন্তু তার আগে কিনতে হবে জাতীয় পতাকা। এমনই একটি ভিডিয়ো শেয়ার করে ঘটনাটিকে লজ্জাজনক বলে আখ্যা দিলেন বিজেপি সাংসদ বরুণ গাঁধী। সাংসদের ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তোলপাড়। সাসপেন্ড করা হয়েছে হরিয়ানার সংশ্লিষ্ট রেশন ডিলারকে।
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি দেশের প্রতিটি বাড়ি তেরঙ্গাশোভিত করতে তেড়েফুঁড়ে নেমেছে। এই অবস্থায় সেই বিজেপির সাংসদ বরুণ শেয়ার করেছেন একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, হরিয়ানার কারনালের কোনও এক জায়গায় এক ব্যক্তি বলছেন, তাদের বলা হয়েছে ২০ টাকা খরচ করে জাতীয় পতাকা কিনলে তবেই মিলবে রেশন। কিন্তু এ ভাবে কি জাতীয় পতাকা কেনা বাধ্যতামূলক করা যায়?
পিলিভিটের বিজেপি সাংসদ নিজের দলকেই নিশানা করে টুইটারে লিখেছেন, ‘দেশের স্বাধীনতার ৭৫ বছরের উদ্যাপন যদি গরিব মানুষের ঘাড়ে অতিরিক্ত বোঝা চাপায়, তা হলে তা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক।’
आजादी की 75वीं वर्षगाँठ का उत्सव गरीबों पर ही बोझ बन जाए तो दुर्भाग्यपूर्ण होगा।
— Varun Gandhi (@varungandhi80) August 10, 2022
राशनकार्ड धारकों को या तिरंगा खरीदने पर मजबूर किया जा रहा है या उसके बदले उनके हिस्से का राशन काटा जा रहा है।
हर भारतीय के हृदय में बसने वाले तिरंगे की कीमत गरीब का निवाला छीन कर वसूलना शर्मनाक है। pic.twitter.com/pYKZCfGaCV
ওই ভিডিয়োতেই নিজেকে রেশন দোকানের কর্মী বলে দাবি করে এক জন জানিয়েছেন, তেরঙ্গা না কিনলে আমাদের রেশন দিতে বারণ করে দেওয়া হয়েছে। আমরা শুধু সেই নির্দেশ পালন করছি।
সঞ্জয়পুত্রের শেয়ার করা এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই ওই রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে। প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, এ ভাবে যেন কাউকে জাতীয় পতাকা বিক্রি না করা হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy