Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Bihar Assembly Election 2020

বিহারে হাড্ডাহাড্ডি লড়াই বুথ ফেরত সমীক্ষায়, সামান্য এগিয়ে তেজস্বী

যদিও নির্বাচনী ইতিহাস বলছে অনেক ক্ষেত্রেই এ ধরনের বুথ ফেরত বা প্রাক নির্বাচনী জনমত সমীক্ষা মেলে না।

তেজস্বী যাদব এবং নীতীশ কুমার— ফাইল চিত্র।

তেজস্বী যাদব এবং নীতীশ কুমার— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
পটনা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২০ ১৯:৩৭
Share: Save:

হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। তবে এনডিএ জোটের তুলনায় সামান্য এগিয়ে আরজেডি-কংগ্রেস-বামেদের ‘মহাগঠবন্ধন’। শনিবার তৃতীয় তথা শেষ দফার ভোটগ্রহণের পরে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে।

যদিও নির্বাচনী ইতিহাস বলছে অনেক ক্ষেত্রেই এ ধরনের বুথ ফেরত বা প্রাক নির্বাচনী জনমত সমীক্ষা মেলে না।

২৪৩ আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২২টি আসন। এবিপি-নিউজ সি ভোটার বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে, ‘মহাগঠবন্ধন’ ১০৮ থেকে ১৩১টি কেন্দ্রে জিততে পারে। বিজেপি-জেডি (ইউ)-সহ ৪ দলের এনডিএ জোটের ঝুলিতে যেতে পারে ১০৪ থেকে ১২৮টি আসন। চিরাগ পাসোয়ানের এলজেপি ১ থেকে ৩টি এবং নির্দল ও অন্যেরা ৪ থেকে ৮টি আসন পেতে পারে।

ওই সমীক্ষার পূর্বাভাস, এনডিএ জোটের শরিকদের মধ্যে বিজেপি ৬৬-৭৪, জেডি (ইউ) ৩৮-৪৬, বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি) ০-৪ এবং হিন্দুস্থান আওয়াম মোর্চা ০-৪টি কেন্দ্রে জিততে পারে। ‘মহাগঠবন্ধন’-এর শরিকদের মধ্যে আরজেডি ৮১-৮৯, কংগ্রেস ২১-২৯ এবং বামেদের ৬-১৩ আসনে জেতার সম্ভাবনা।

টাইমস নাও-সি ভোটারের হিসেবে ‘মহাগঠবন্ধন’ ১২০, ১১৬, এলজেপি ১ এবং অন্যেরা ৬টি কেন্দ্রে জিততে পারে। রিপাবলিক-জন কি বাত বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস, ‘মহাগঠবন্ধন’ ১১৮-১৩৮, এনডিএ ৯১-১১৭, এলজেপি ৫-৮ এবং অন্যেরা ৩-৬টি কেন্দ্রে জিততে পারে। অর্থাৎ জেডি (ইউ) নেতা নীতীশ কুমারকে সরিয়ে ১৫ বছর পরে মুখ্যমন্ত্রীর আসন দখল করতে পারেন আরজেডি-র তেজস্বী যাদব।

দৈনিক ভাস্করের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী অবশ্য ১২০ থেকে ১২৭টি বিধানসভা আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা ছুঁয়ে ফেলতে পারে এনডিএ। ‘মহাগঠবন্ধন’ ৭১ থেকে ৮১, এলজেপি ১২-২৩ এবং অন্যেরা ১৯ থেকে ২৭টি আসনে জিততে পারে।

আরও পড়ুন: উমর খালিদের বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলায় সায় কেজরীবালের

অন্য বিষয়গুলি:

Bihar Assembly Election 2020 Bihar Assembly Election Bihar Election 2020 Exit Poll Exit Poll of Bihar Bihar JDU RJD NDA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy