বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং কংগ্রেসের প্রবীণ নেতা সলমন খুরশিদ। ছবি— পিটিআই।
২০২৪-এর লোকসভা ভোটে বিজেপিকে ১০০-র নীচে নামানোর রাম অর্থাৎ ‘মোক্ষম ফর্মুলা’ দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পটনায় বামপন্থী দলের এক সভায় কংগ্রেস-সহ সমস্ত বিজেপি বিরোধী দলকে এক ছাতার তলায় আনার প্রস্তাব দিলেন তিনি। নীতীশ কথিত এই সংযুক্ত মোর্চাই বিজেপিকে আগামী লোকসভায় ১০০-র নীচে থামিয়ে দিতে পারে বলে আশা বিহারের মুখ্যমন্ত্রীর।
নীতীশের এই প্রস্তাব শুনে প্রেক্ষাগৃহ ফেটে পড়ল হাততালিতে। তাৎপর্যপূর্ণ ব্যাপার, দর্শকাসনে তখন উপস্থিত কংগ্রেসের নেতারাও। নীতীশ বলেন, ‘‘আমরা অপেক্ষা করছি, শুধু আপনারা (কংগ্রেস) দ্রুত সিদ্ধান্ত নিন। আমার পরামর্শ শুনতে চাইলে বলব, সবাই একসঙ্গে মিলে লড়লে ওরা (বিজেপি) ১০০-র নীচে আটকে যাবে। আর যদি আমার পরামর্শ না মানতে চান তা হলে যা হবে তা আপনারা বুঝুন।’’
নীতীশ যখন এই প্রস্তাব দিচ্ছেন তখন মঞ্চেই হাজির কংগ্রেসের প্রবীণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ। তার পরেই হাসতে হাসতে সলমন বলেন, ‘‘যা আপনি বলছেন, কংগ্রেসও সেটাই চায়। কখনও কখনও ভালবাসায় এই এক সমস্যা হয়ে যায়। কে প্রথমে ‘আমি তোমাকে ভালবাসি’ বলবে, তা নিয়ে!’’ তবে নীতীশ যে কংগ্রেস-সহ বিরোধীদের এক ছাতার তলায় আনার কথা বলছেন, তাতে সায় রয়েছে সলমনেরও। যদিও এ নিয়ে হাইকমান্ডের মতামত এখনও অজানা।
ওই মঞ্চে আমন্ত্রিত ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও। তিনি নিজের ভাষণে বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, ‘‘আজ দেশের পরিবেশ, পরিস্থিতি এমন যে বিজেপির বিরুদ্ধে মুখ খুললেই আপনার বাড়িতে তল্লাশি অভিযান হবে, আপনার চরিত্রহনন করা হবে, আপনাকে জেলে পাঠানো হবে। অথচ, যদি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নেন তা হলেই আপনি হরিশ্চন্দ্র!’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy