রামনবমী উপলক্ষে সম্প্রীতির নিদর্শন তুলে ধরল দুর্গাপুর। রামনবমীর মিছিলে যোগ দিলেন সংখ্যালঘুরাও। দু’পক্ষেরই বক্তব্য, মিলেমিশে থাকাই এ দেশের সংস্কৃতি।
আজ, রবিরার রামনবমী। শনিবার অষ্টমী উপলক্ষে দুর্গাপুরের সিটিসেন্টারের কাছে ‘সোনারতরী’ আবাসিক কমিটি রামনবমীর মিছিল বার করেছিল। স্থানীয় একটি জলাশয় থেকে কলসি ভরে জল নিয়ে এগিয়ে আসছিল বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তখন শরবত তৈরি করছিলেন। শোভাযাত্রা এগিয়ে আসতেই তাঁরা এগিয়ে দিতে থাকেন শরবতের গ্লাস। গরমে শোভাযাত্রায় যোগ দেওয়া পুরুষ, মহিলা সবাই শরবত পান করেন। বাদ্যযন্ত্র ও গানের তালে পা মেলান সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ কেউ।
আসিফ শেখ নামে এক জন বলেন, “জাতপাত, ধর্মের বিভেদে বিশ্বাস করি না। কয়েক দিন আগে আমাদের ইদ উৎসবে হিন্দুরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আজ আমরা রামনবমীর মিছিলে হেঁটে আসা সবাইকে শরবত খাওয়ানোর ব্যবস্থা করি।” তাঁর দাবি, রাজ্য তথা দেশে ধর্ম নিয়ে রাজনীতি, হানাহানি, অশান্তির ঘটনা ঘটেছে। তাঁরা এর বিরুদ্ধে সবাইকে বার্তা দিতেই এই উদ্যোগ। তাঁর কথায়, “মনুষ্যত্ব রক্ষা করতে হবে। সবাইকে মিলেমিশে থাকতে হবে। আমাদের এখানে বিভেদের কোনও জায়গা নেই।” রামনবমী উদ্যাপন কমিটির তরফে দীপক মাল বলেন, “আমরা গত ১১ বছর ধরে রামনবমী উৎসব করছি। প্রতি বার নির্বিঘ্নে সম্পন্ন হয়। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে ধন্যবাদ জানাই, এ ভাবে সহযোগিতা করার জন্য।” নিজস্ব সংবাদদাতা
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)