শপথ নেওযার পর জোরামথাঙ্গার। ছবি: পিটিআই।
মিজোরামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে জোরামথাঙ্গা রাজ্যের খেলাধূলার ভার তুলে দিলেন আইজল এফসির মালিক রয়তের হাতেই। গত বছর আই লিগ জিতে চমক দেওয়া তাঁর দল এ বার আই লিগ তালিকার নবম স্থানে ধুঁকছে। তবে তা রয়তের মন্ত্রিত্ব পাওয়ার ক্ষেত্রে কোনও বাধা হয়ে দাঁড়াল না। আজ আইজলের রাজভবনে মিজো ভাষায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জোরামথাঙ্গা। মিজোতেই শপথ নিলেন বাকি মন্ত্রীরাও। এই প্রথমবার, রাজ্যপাল কে রাজাশেখরণ শপথবাক্য পাঠ করানোর আগে গির্জার তরফে প্রার্থনার আয়োজন করা হয়। মিজো বিধানসভায় নির্বাচিত ৪০ জন বিধায়কের মধ্যে ২০ জনই নতুন মুখ। তাই পুরনোদের ৬ জনকে পূর্ণমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার পাশাপাশি রয়তে-সহ ৬ জন নতুন মুখকে প্রতিমন্ত্রী করলেন জোরাম। কংগ্রেস ছেড়ে আসা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লালজিরলিয়ানা পেয়েছেন বিদ্যুৎ, সংস্কৃতি, রাজস্ব, ভূমি, জেলা পরিষদ ও সংখ্যালঘু বিষয়ক দফতর। মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন অর্থ-সহ একাধিক দফতর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy