মন্ত্রিসভা সম্প্রসারণে অসম গণ পরিষদের অন্তত ২টি আসন লাগবেই। কোনওমতেই মানা হবে না ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার নিয়ম। শাসক জোটের শরিক হয়েও, বছর শেষে বিজেপির বিরুদ্ধে সরাসরি মুখ খুলল অগপ। অগপ সভাপতি তথা মন্ত্রী অতুল বরা ও মন্ত্রী কেশব মহন্ত সাংবাদিক সম্মেলন করে বলেন, বিজেপি প্রদেশ সভাপতি মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে যাই বলে থাকুন, অগপর তরফে আরও দুজনকে মন্ত্রিসভায় নেওয়ার দাবি স্পষ্টভাবেই বিজেপিকে জানানো হয়েছে। মন্ত্রীসভায় এখনও ৮ জনের স্থান হতে পারে।
বরা ও মহন্ত জানান, নাগরিকত্ব আইন সংশোধনী নিয়ে তাঁদের অবস্থানে বদল আসেনি। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া চলবে না। অসম চুক্তি মেনে চলতে হবে। রাজ্যের উপরে অতিরিক্ত হিন্দু বাংলাদেশির ভার চাপানো চলবে না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy