কালামকে শেষ শ্রদ্ধা তামিলনাডুর মন্ত্রীদের। ছবি: পিটিআই।
বৃহস্পতিবার দুপুরে শেষকৃত্য সম্পন্ন হল প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের। অনুষ্ঠানে যোগ দিতে সকালেই রামেশ্বরম পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, কেরলের মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি প্রমুখ। শারীরিক কারণে তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতা উপস্থিত না থাকলেও উপস্থিত ছিলেন তাঁর মন্ত্রিসভার একাধিক সদস্য। কালামকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দেশ বিদেশের একাধিক বিশিষ্ঠজন।
দুপুর ১২টা ২৫: শেষকৃত্য সম্পন্ন। প্রাক্তন রাষ্ট্রপতির সম্মানে দু’মিনিট নীরবতা পালন।
দুপুর ১২টা ১৫: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন রাষ্ট্রপতির শেষকৃত্য সম্পন্ন।
সকাল ১১টা ৪৩: শেষ শ্রদ্ধা জানালেন কালামের বন্ধু এবং সহকর্মীরা।
সকাল ১১টা ৪০: প্রাক্তন রাষ্ট্রপতির সম্মানে দিনের মতো মুলতুবি লোকসভার অধিবেশন।
সকাল ১১টা ২০: শেষ শ্রদ্ধা কেরলের মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি এবং রাজ্যপাল পি সদাশিবমের।
সকাল ১১টা ২০: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীর।
সকাল ১১টা ১৫: প্রাক্তন রাষ্ট্রপতির সম্মানে বেলা দু’টো পর্যন্ত স্থগিত রাজ্যসভার অধিবেশন।
সকাল ১১টা ১০: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রীর।
সকাল ১০টা ৫৫: রামেশ্বরম পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সকাল ১০টা ৫০: কালামকে শেষ শ্রদ্ধা রাহুল গাঁধীর।
সকাল ১০টা ৪৫: জনতার রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হাজার হাজার মানুষ।
সকাল ১০টা ১৫: পৌঁছলেন কালামের আত্মীয় পরিজনেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy