Apache AH-64E is the world’s most advanced multi-role combat helicopter dgtl
Apache AH 64E
গাছের উচ্চতায় নেমে এসে লক্ষ্যবস্তুকে নিমেষে ধ্বংস করতে পারে অ্যাপাশে
ভারত হাতে পেল অত্যাধুনিক মার্কিন অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাশে এএইচ ৬৪ই। কী রয়েছে এই হেলিকপ্টারে দেখে নেওয়া যাক।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ মে ২০১৯ ১৫:৫৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
ভারত হাতে পেল অত্যাধুনিক মার্কিন অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাশে এএইচ ৬৪ই। কী রয়েছে এই হেলিকপ্টারে দেখে নেওয়া যাক।
০২১০
২০১৫-র সেপ্টেম্বরে বোয়িং সংস্থার সঙ্গে ২২টি অ্যাপাশে হেলিকপ্টার কেনার চুক্তি হয়েছিল ভারতের। তারই একটি শনিবার ভারতের হাতে তুলে দিল বোয়িং।
০৩১০
বিশ্বের সর্বাধুনিক মাল্টি-রোল কমব্যাট হেলিকপ্টার এটি। অ্যাপাশে গার্ডিয়ান নামেও পরিচিত হেলিকপ্টারটি।
০৪১০
এএইচ৬৪ই অ্যাপাশে গ্রুপের মধ্যে সর্বাধুনিক আক্রমণাত্মক হেলিকপ্টার। এটি চার ব্লেডের অ্যাটাকিং কপ্টার।
০৫১০
যে কোনও আবহাওয়ায় হামলা চালাতে পারে এই কপ্টার। শুধু তাই নয়, গাছের উচ্চতায় নেমে এসে লক্ষ্যবস্তুকে চোখের নিমেষে গুঁড়িয়ে দিয়ে পালিয়ে যেতে পারে অ্যাপাশে।
০৬১০
লক্ষ্যে সরাসরি আঘাত হানতে এই হেলিকপ্টারে রয়েছে নোজ-মাউন্টে়ড সেন্সর স্যুট এবং নাইট ভিশন সিস্টেম।
০৭১০
এ ছাড়া রয়েছে ৩০এমএম এম ২৩০ চেন গান। অ্যাপাশের গতিবেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটার।
০৮১০
১৬ এজিএম-১১এআর হেলফায়ার-২ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহনক্ষম এই হেলিকপ্টার। এ ছাড়া দুটো এআইএম-৯ সাইডউইন্ডার, চারটে এআইএম-৯২ স্টিংগার, মিস্ট্রাল ক্ষেপণাস্ত্রও বহন করতে পারে এটি।
০৯১০
শত্রুপক্ষের রাডার ধ্বংস করতে এতে রয়েছে এজিএম-১২২ সাইডআর্ম আকাশ থেকে ভূমি অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র।
১০১০
এক জন পাইলট ও গানার থাকেন হেলিকপ্টারটি পরিচালনা করার জন্য।