আগেও করেছেন। ফের মানবিকতার নজির দেখালেন অক্ষয় কুমার। ১১ মার্চ ছত্তীসগঢ়ের সুকমা জেলায় মাওবাদী হানায় নিহত হয়েছিলেন ১২ জন সিআরপিএফ জওয়ান। নিহত জওয়ানদের পরিবার প্রতি নয় লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিলেন অক্কি।
গত শনিবার সকালে সুকমার ভেজ্জি থানার ভেজ্জি এবং কোট্টাচেরু গ্রামের মধ্যবর্তী এলাকায় ঘন জঙ্গলের মধ্যে সিআরপিএফের ২১৯ নম্বর ব্যাটালিয়নের রোড ওপেনিং পার্টি-র (আরওপি) উপর অতর্কিতে হামলা চালিয়েছিল মাওবাদীরা। সিআরপিএফ-ও পাল্টা গুলি চালায়। মাওবাদীদের সঙ্গে গুলি বিনিময়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জন সিআরপিএফ জওয়ানের। গুরুতর জখম হন আরও দু’জন জওয়ান। হামলার পরে সিআরপিএফ জওয়ানদের অস্ত্র এবং ওয়্যারলেস রেডিও লুঠ করে চম্পট দেয় মাওবাদীরা।
আরও পড়ুন: বিদ্যা বালন কি সন্তানসম্ভবা?
এই ঘটনার পরেই আইপিএস অফিসার অমিত লোধার সঙ্গে যোগাযোগ করেন অক্ষয়। ঘটনার বিস্তারিত তথ্য জানতে চান। এরপরেই স্থির করেন জওয়ানদের পরিবারকে ৯ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবেন তিনি। লোধা জানান, ‘‘ঘটনার পরে নিজেই ফোন করে সমস্তটা শুনতে চেয়েছিলেন অক্ষয়। এরপরেই সিদ্ধান্ত নেন তিনি। আমরা ওঁর জন্য গর্বিত।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy