চিতাবাঘের মৃতদেহ নিয়ে গ্রামবাসীরা। ছবি: টুইটার থেকে নেওয়া।
অসমের রাজধানী গুয়াহাটির বাইরের দিকে এক লোকালয়ের কাছে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। খবর যায় বন দফতরে। কিন্তু তাকে উদ্ধার করার আগেই গ্রামবাসীদের হাতে মৃত্যু হয় চিতাবাঘটির। চিতাবাঘটির দেহ তুলে ধরে ক্যামেরার সামনে পোজ দিতেও দেখা গেল তাঁদের কয়েকজনকে। এমনই একটি ভিডিয়ো সামনে এসেছে।
ভিডিয়োটি সামনে আসার পরই পদক্ষেপ করে প্রশাসন। ভিডিয়োতে যাঁদের দেখা যাচ্ছে, তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ছ’ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও চিহ্নিত করে খোঁজ চলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
বন দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার ভোর পাঁচটা নাগাদ তারা খবর পায় একটি চিতাবাঘ ফাঁদে পড়েছে। কিন্তু বনকর্মীরা পৌঁছনোর আগেই সেটি ফাঁদ থেকে পালিয়ে যায়। পরে গ্রামবাসীরা বাঘটিকে খুঁজে বের করে পিটিয়ে মেরে ফেলে। যে যায়গায় ঘটনাটি হয়েছে সেটি বন্যপ্রাণীদের জন্য সংরক্ষিত এলাকা।
আরও পড়ুন: স্পর্শ ছাড়া হাত ধোয়ার মেশিন বানিয়ে রাষ্ট্রপতি পুরস্কার পেল ৯ বছরের পড়ুয়া
আরও পড়ুন: করোনা আবহেও আলিঙ্গন! সংক্রমণের ভয় নেই এই ব্যবস্থায়
এক বন আধিকারিকের মতে, জঙ্গল যত কমছে, মানুষ-চিতাবাঘের মতো প্রাণীদের মুখোমুখি হওয়ার ঘটনা বাড়ছে। খাবারের খোঁজে প্রায়ই এই সব প্রাণী লোকালয়ে ঢুকে পড়ছে। ফলে মানুষের হাতে এমন ভাবে প্রাণও দিতে হচ্ছে চিতাবাঘের মতো প্রাণীদের।
দেখুন সেই ভিডিয়ো:
In a sensational incident took place in Assam where a leopard was mercilessly beaten to death by an angry mob in Guwahati. Incident took place at Katahbari area in city where leopard was on prowl and was beaten mercilessly to death. Some even took off with some of its body part pic.twitter.com/1GanGgZ4Wo
— Brahma Ch Basumatary (@BrahmaChBasuma2) June 7, 2020
In a sensational incident took place in Assam where a leopard was mercilessly beaten to death by an angry mob in Guwahati. Incident took place at Katahbari area in city where leopard was on prowl and was beaten mercilessly to death. Some even took off with some of its body parts pic.twitter.com/IclBaHna5y
— Nandan Pratim Sharma Bordoloi 🇮🇳 (@NANDANPRATIM) June 7, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy