দু’বছর আগে এক দিনের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। দেশের মাটিতে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেও হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। আবার একটি আইসিসি প্রতিযোগিতায় ভাল খেলছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে তারা। ভারত কি ফাইনাল খেলবে? এক দিনের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির চার মিল কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে।
ছক্কা মেরে রাহুলের দলকে জেতানো
এক দিনের বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত খেলেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে ১৯৯ রান করেছিল অস্ট্রেলিয়া। ৬ উইকেটে সেই ম্যাচ জিতেছিল ভারত। ছক্কা মেরে দলকে জিতিয়েছিলেন লোকেশ রাহুল। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারত খেলেছিল বাংলাদেশের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২২৮ রান করেছিল। সেই ম্যাচেও ছক্কা মেরে ভারতকে জিতিয়েছেন রাহুল। দু’টি ম্যাচই ৬ উইকেটে জিতেছে ভারত।
রান তাড়া করে ভারতের জয়, অপরাজিত কোহলি
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল আফগানিস্তানের। প্রথমে ব্যাট করে ২৭২ রান করেছিল আফগানিস্তান। রান তাড়া করে ৮ উইকেটে জিতেছিল ভারত। বিরাট কোহলি ৫৬ বলে ৫৫ রান করে অপরাজিত ছিলেন। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। পাকিস্তান করেছিল ২৪০ রান। তাড়া করে ৬ উইকেটে ম্যাচ জেতে ভারত। এই ম্যাচেও অপরাজিত ছিলেন কোহলি। তবে এ বার শতরান করে মাঠ ছাড়েন তিনি।
আরও পড়ুন:
আফগানিস্তানের কাছে ইংল্যান্ডের হার
বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চমক দিয়েছিল আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ২৮৪ রান করে আফগানিস্তান। রান তাড়া করতে নেমে ২১৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই ফলই দেখা গিয়েছে। প্রথমে ব্যাট করে ৩২৫ রান করে আফগানিস্তান। সেই রান তাড়া করতে পারেনি ইংল্যান্ড।
সেমিফাইনালের চার দল
দু’বছর আগে এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ভারত, নিউ জ়িল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ভারত নিউ জ়িল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে। অস্ট্রেলিয়া ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই চার দল সেমিফাইনালে উঠেছে। সেই একই ছবি দেখা গিয়েছে।
এই চারটি মিল থাকায় ভারতীয় সমর্থকেরা এখন থেকেই বলতে শুরু করে দিয়েছেন যে ভারত ফাইনাল খেলবে। তবে বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। এ বার তেমনটা হলে আরও এক বার স্বপ্নভঙ্গ হবে। তাই এ বার সমর্থকেরা চাইছেন, বিশ্বকাপের ফাইনালের ফল বদলে যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে।