Advertisement
০২ নভেম্বর ২০২৪

উদ্ধার তুষারধসে চাপা পড়া পাঁচ

ফের তুষারধস কাশ্মীরে। বান্দিপোরার অজসে আজ ভোরের এই ঘটনায় চাপা পড়েন পাঁচ জন।

তুষারধসে চাপা পড়া পাঁচ জওয়ানের খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দল।—ছবি পিটিআই।

তুষারধসে চাপা পড়া পাঁচ জওয়ানের খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দল।—ছবি পিটিআই।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৫৬
Share: Save:

ফের তুষারধস কাশ্মীরে। বান্দিপোরার অজসে আজ ভোরের এই ঘটনায় চাপা পড়েন পাঁচ জন। তবে যৌথ অভিযানে পুলিশ এবং সেনা সকলকেই উদ্ধার করেছে বলে জানায় বিপর্যয় মোকাবিলা দফতর। অন্য দিকে আবহাওয়ার খানিকটা উন্নতি হওয়ায় শনিবার হিমাচল প্রদেশ-তিব্বত সীমান্তে তুষারধসে নিখোঁজ পাঁচ জওয়ানের খোঁজে ফের অভিযান শুরু করেছে সেনার উদ্ধারকারী দল।

বুধবার সকাল ১১টা নাগাদ কিন্নর জেলার শিপকি লা সীমান্তের কাছে নামগিয়া ডোগরি অঞ্চলে টহল দিচ্ছিলেন জম্মু-কাশ্মীর রাইফেলের ১৬ জন জওয়ান। সে সময়ে হঠাৎ শুরু হয় তুষারধস। বরফের নীচে চাপা পড়ে যান ওই ছয় জওয়ান। তাঁদের মধ্যে রাকেশ কুমার (৪১) নামে এক জওয়ানের মৃতদেহ ওই দিনই উদ্ধার করা হয়। প্রায় চার দিন পেরিয়ে যাওয়ায় বরফের নীচে থেকে বাকিদের জীবিত উদ্ধার করার আশা ক্ষীণ বলেই মনে করছেন কর্তৃপক্ষ।

ওই ছয় জওয়ানের মধ্যে এক জন উত্তরাখণ্ড, এক জন জম্মু-কাশ্মীর এবং বাকি চার জন হিমাচল প্রদেশের বাসিন্দা। শুক্রবার হিমাচল প্রদেশের বিলাসপুরের বাড়িতে রাকেশ কুমারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

ঝোড়ো হাওয়া এবং বরফ পড়ার কারণে সেনা বৃহস্পতিবার উদ্ধারকাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছিল বলে জানান সেনার এক মুখপাত্র। থার্মাল রেডারের মতো বিশেষ যন্ত্র ব্যবহার করে খোঁজে নেমেছেন উদ্ধারকারীরা। খোঁজ চালাচ্ছেন ডোগরা স্কাউটের পর্বতারোহীরাও।

অন্য বিষয়গুলি:

Avalanche Kashmir Disaster Management
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE