আর কিছু দিন পরই আসতে চলেছে বাংলার নতুন বছর। প্রত্যেকটি বাঙালি হিন্দুর কাছেই বাংলা বছর গুরুত্বপূর্ণ। বৈশাখ হল বাংলা বছরের প্রথম মাস। এই মাসে অনেকেই নিজের বাড়িতে বা ব্যবসার জায়গায় পুজো করেন। বৈশাখ মাসকে অতি পবিত্র মাস বলে মানা হয়। জ্যোতিষশাস্ত্র মতে এই বৈশাখ মাসে বিশেষ কিছু উপায় পালন করলে জীবনের নানা দিকে উন্নতি আসে। বৈশাখ মাসে একটি দেবতার পুজো করলে খুব ভাল উপকার পাওয়া যায়। সঙ্গে পালন করতে হয় কয়েকটি সহজ টোটকা। এ ছাড়া জন্মছকে যদি রবি, রাহু এবং কেতুর অশুভ প্রভাব থাকে, তা হলে এই দেবতার পুজো করলে বিশেষ ভাবে উপকার পাওয়া যাবে।
আরও পড়ুন:
কোন দেবতার পুজো করতে হবে?
বৈশাখ মাসের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত যদি সিদ্ধিদাতার পুজো করা যায়, অর্থাৎ সঠিক নিয়মানুসারে যদি গণেশ ঠাকুরের পুজো করা যায় তা হলে জীবন সুখশান্তিতে ভরে ওঠে।
এ ছাড়া বৈশাখ মাসে গণেশের পুজো করলে অর্থনৈতিক দিকে খুব বেশি উন্নতি হয় এবং সামাজিক প্রতিপত্তিও বৃদ্ধি পায়। এ ছাড়া নানা বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়।
আরও পড়ুন:
কোন নিয়ম পালন করতে হবে?
১) পুজোর প্রসাদ হিসেবে যতটা সম্ভব লাড্ডু দেওয়ার চেষ্টা করতে হবে।
২) প্রতি সকাল ও সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে।
৩) গণেশ ঠাকুরের মূর্তির পাশে একটি নারকেল লাল কাপড়ে মুড়ে রাখতে হবে। নারকেলের ‘ঝুঁটি’ কাটবেন না।
আরও পড়ুন:
৪) প্রতি দিন ১০৮ বার গণেশ মন্ত্র জপ করতে হবে।
৫) পুজোর সময় দূর্বা ঘাস অবশ্যই ব্যবহার করতে হবে।
৬) যে কোনও হলুদ ও লাল রঙের ফুল অর্পণ করতে হবে।
৭) গণেশ ঠাকুর নির্বাচন করার সময় খেয়াল রাখবেন যেন গণেশ ঠাকুরের মূর্তি বসা অবস্থায় থাকে।