স্বপ্নে বিভিন্ন জিনিস দেখা নিয়ে জ্যোতিষশাস্ত্রে নানা ব্যাখ্যা রয়েছে। ঘুমের মধ্যে আমরা যে সব স্বপ্ন দেখে থাকি, সেই সকল জিনিসের আলাদা আলদা অর্থ রয়েছে। স্বপ্নে দেখা প্রত্যেকটা জিনিস ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। কিছু স্বপ্নের ফল খুব শুভ হয়, আর কিছু স্বপ্নের ফল অশুভ।
আরও পড়ুন:
দেখে নেব কোন স্বপ্ন কী ফল দেয়—
পুজো করা: স্বপ্নে যদি ইষ্টদেবতাকে পুজো করতে দেখেন, তা-হলে ভয়ের কোনও কারণ নেই। এর মানে আপনি প্রচুর অর্থ লাভ করতে পারেন।
সিংহ: স্বপ্নে সিংহ দেখা শুভ। এর অর্থ দীর্ঘ দিন ধরে আটকে থাকা কোনও কাজ থেকে মুক্তি পেতে চলেছেন। যদি মামলা মোকদ্দমা নিয়ে সমস্যা থাকে, তা-ও মিটে যেতে পারে। এ ছাড়া এই স্বপ্ন অর্থলাভও বোঝায়।
ওড়না: স্বপ্নে কোনও বিবাহিতা নারীর ওড়না দেখা মহিলাদের জন্য শুভ নয়। স্বপ্নে বিবাহিত নারীর ওড়না দেখলে জানতে হবে স্বামীর কোনও বিপদ হতে চলেছে। অবিবাহিত নারীরা এই স্বপ্ন দেখলে জীবনে অর্থসঙ্কট আসতে পারে। যদি কোনও পুরুষ স্বপ্নে ওড়না দেখেন, তা হলে উক্ত পুরুষের অর্থলাভ হতে পারে।
আরও পড়ুন:
ছেঁড়া পকেট: স্বপ্নে ছেঁড়া পকেট দেখা দারিদ্রের লক্ষণ। এর ফলে ভবিষ্যতে অর্থহানি হতে পারে।
সাদা কাপড়: স্বপ্নে সাদা কাপড় দেখতে পেলে জানবেন আপনি কোনও কল্যাণকর কাজ করতে চলেছেন।
কেউ আশীর্বাদ করছেন: স্বপ্নে কেউ যদি আপনাকে আশীর্বাদ করেন, তা হলে জানতে হবে জীবনে সাফল্য পেতে চলেছেন।
মৃত ব্যক্তিকে দেখা: অনেকেই মনে করেন স্বপ্নে মৃত ব্যক্তিদের দেখা শুভ নয়। কিন্তু এই ধারণা ভুল। স্বপ্নে মৃত ব্যক্তিদের দেখা শুভ লক্ষণ। এর অর্থ আপনি জীবনে ভাল ফল পেতে চলেছেন।
আরও পড়ুন:
নিজের বিয়ে দেখা: স্বপ্নে নিজের বিয়ে দেখার অর্থ হল জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। অতি দ্রুত সম্পদশালী হতে পারেন।
শিশুকে হাসতে দেখা: স্বপ্নে কোনও শিশুকে দেখলে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে।
নিজেকে হাসতে দেখা: স্বপ্নে নিজেকে হাসতে দেখলে জীবনে কোনও সমস্যা আসতে পারে।
আরও পড়ুন:
কোনও মহিলাকে হাসতে দেখা: স্বপ্নে কোনও মহিলাকে হাসতে দেখলে জীবনে কোনও ঝামেলা আসতে পারে।
টাকা নিয়ে: স্বপ্নে টাকা দেখতে পাওয়া শুভ। এর অর্থ জীবনে দ্রুত অর্থপ্রাপ্তি ঘটা।
জ্বলন্ত প্রদীপ: স্বপ্নে জ্বলন্ত প্রদীপ দেখা শুভ বলে মনে করা হয়। এর ফলে জীবনে সাফল্য আসতে পারে।