জীবনে যেমন আনন্দ আছে, তারই সঙ্গে রয়েছে নানা দুঃখ, কষ্ট, সমস্যা। কিন্তু কোনও কোনও সমস্যা অনেক সময় বেশ জটিল প্রকৃতির হয়ে থাকে। অনেক সমস্যা রয়েছে যার সমাধান আমরা খুব দ্রুত করে ফেলতে পারি, আবার কোনও কোনও সমস্যার সমাধান পেতে আমাদের অনেক সময় লেগে যায়। তবে সমস্যা যেমনই হোক, সেটির সমাধান পাওয়া অত্যন্ত জরুরি। কোনও সমস্যাকেই দীর্ঘমেয়াদি করাটা ঠিক নয়। আমাদের জীবনে নানা ধরনের সমস্যা আসে, যেমন— দাম্পত্য সমস্যা, পারিবারিক সমস্যা, সন্তানদের নিয়ে সমস্যা, আর্থিক সমস্যা প্রভৃতি। এই সকল সমস্যা ছাড়াও আরও বিভিন্ন ধরনের কঠিন সময়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। এই ধরনের সমস্যার হাত থেকে মুক্তি পেতে জ্যোতিষশাস্ত্রে সহজ একটি উপায়ের কথা বলা হয়েছে। যেটি পালন করতে লাগবে পাঁচটি জিনিস।
আরও পড়ুন:
দেখে নেব উপায়টা কী:
প্রথমে একটা বড় দারুচিনিকে সাতটি টুকরো করে কেটে নিন। এ বার সাত টুকরো দারুচিনির সঙ্গে সাতটা এলাচ, কালো তিল, গোলমরিচ এবং সাদা সর্ষে নিয়ে সেগুলিকে সাত ভাগে ভাগ করে রাখুন। অর্থাৎ, প্রতি ভাগে যাতে একটি করে দারুচিনির টুকরো, এলাচ, কালো তিল, গোলমরিচ এবং সাদা সর্ষে থাকে সেই বিষয়ে নজর রাখতে হবে। তার পর কর্পূর দিয়ে সেই সাতটা ভাগকে জ্বালিয়ে বাড়ির সব দিকে সেটি ঘুরিয়ে নিন। বাড়ির কোনও জায়গা যেন বাদ না যায়, সর্বত্র যেন সেই ধোঁয়া পৌঁছোয়।
আরও পড়ুন:
এই উপায়টা করার সময় দেখা যাবে বাড়ির কিছু কিছু জায়গায় ওই সামগ্রীগুলো পোড়ার যে শব্দ, সেটা খুব বেশি হচ্ছে। যত বেশি এই শব্দ হবে, তত বেশি কাজ হচ্ছে বলে মনে করা হয়।
এই উপায়টা ২১ দিন একটানা করতে হবে। ২১ দিন একটানা করার পর দেখা যাবে, বাড়ির যা কিছু সমস্যা আছে তা অনেকাংশে কমে এসেছে।