ঘরের ভেতর পিঁপড়ের সারি দেখা যাওয়াটা খুব সাধারণ একটা বিষয়। মাঝেমধ্যেই আমরা ঘরের ভিতর এই দৃশ্য দেখতে পাই। কিন্তু তা নিয়ে খুব একটা মাথা ঘামাই না, ছোট বিষয় ভেবে বিশেষ পাত্তা দিই না। কিন্তু বাস্তুশাস্ত্রে ঘরে পিঁপড়ে আসাকে কী বলা হয় জানেন? ঘরে পিঁপড়ে দেখতে পাওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। ঘরে কালো এবং লাল পিঁপড়ে আসার তাৎপর্য ভিন্ন হয়। ঘরের কোন কোণে কোন পিঁপড়ে দেখা শুভ বা অশুভ, এবং এদের দেখলে ঠিক কী উপায় করতে হবে, তা নিয়ে বাস্তুশাস্ত্র কী বলছে জেনে নিন।
আরও পড়ুন:
কালো এবং লাল পিঁপড়ে দেখলে কী হয়:
বাস্তুশাস্ত্রে মতে, ঘরের ভিতর কালো পিঁপড়ের আগমন শুভ ইঙ্গিত নিয়ে আসে। ঠিক তেমনই লাল পিঁপড়ের সারি অশুভ বার্তা বয়ে আনে। কিন্তু কালো হোক বা লাল পিঁপড়ে, ঘরের আলাদা কোণে দেখার আলাদা আলাদা অর্থ রয়েছে।
বাড়ির মধ্যে কালো পিঁপড়ে আসার অর্থ হল শীঘ্রই সেই বাড়িতে অর্থপ্রাপ্তি হতে চলেছে। আর যদি লাল পিঁপড়ের সমাগম হয়, তা হলে বুঝতে হবে বাড়িতে ঝগড়া-অশান্তি এবং আর্থিক ক্ষতি হতে চলেছে।
যদি বাড়ির পূর্ব দিকে কালো পিঁপড়ে দেখতে পাওয়া যায় তা হলে আপনার বাড়িতে কোনও সুখবর আসতে চলেছে। পশ্চিম দিকে কালো পিঁপড়ে দেখার অর্থ বিদেশ ভ্রমণ হতে পারে। উত্তর দিকে কালো পিঁপড়ে দেখলে সুখশান্তি দ্বিগুণ হবে, আর যদি দক্ষিণ দিকে কালো পিঁপড়ে দেখতে পান তা হলে আর্থিক উন্নতি হতে চলেছে।
যদি বাড়ির উত্তর দিকে লাল পিঁপড়ে দেখতে পান তা হলে আপনার ঋণে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কিন্তু সব ক্ষেত্রেই যে লাল পিঁপড়ে অশুভ তা নয়। লাল পিঁপড়ে যদি তার নিজের ডিম মুখে বয়ে নিয়ে যাচ্ছে দেখা যায় তা হলে বাড়িতে শুভ খবর আসতে চলেছে। এ ছাড়া লাল পিঁপড়ে যদি মুখে করে চিনি নিয়ে যায় তা হলেও ভাল ফল পাবেন।
পিঁপড়ে দেখলে কী করতে হবে?
১) পিঁপড়ে দেখলে আটা বা ময়দার ছোট ছোট গুলি তৈরি করে তাদের মুখের সামনে নিন। এতে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন।
২) অনেকেই পিঁপড়ের সারি দেখলে তা ভেঙে দেন, এই কাজটি ভুলেও করবেন না।