সব মা-বাবাই চান যে তাঁদের সন্তান যেন বাধ্য হয় এবং তাঁদের কথা শোনে। সন্তানদের ঘিরে মা-বাবাদের অনেক স্বপ্ন থাকে। সন্তানদের লেখাপড়া, ভবিষ্যৎ সব কিছু নিয়েই অভিভাবকদের মনে নানা চিন্তা থাকে। কিন্তু সন্তান যদি অবাধ্য হয় বা লেখাপড়ায় মনোযোগ না থাকে, তা-হলে সেটা মা-বাবার জন্য চাপের বিষয় হয়ে দাঁড়ায়। দুষ্টু সন্তানকে শান্ত করে তোলার নানা টোটকার কথা জ্যোতিষশাস্ত্রে বলা রয়েছে। এই টোটকাগুলি সঠিক নিয়ম অনুসারে পালন করতে পারলে উপকার পাওয়া যাবে।
জেনে নিন উপায়গুলি:
১) জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যে সকল বাচ্চার জন্মছকে চন্দ্রের অশুভ প্রভাব থাকে তারা একটু অবাধ্য প্রকৃতির হয়। সেই বাচ্চাদের শান্ত করার জন্য রুপোর একটা চারকোনা টুকরো নিয়ে তার স্কুলের ব্যাগে বা ঘুমোনোর সময় বালিশের নীচে রেখে দিন। খুব ভাল ফল পাবেন।
২) সপ্তাহের যে কোনও এক দিন একটা পাত্রে কিছুটা দুধের মধ্যে সামান্য হলুদের গুঁড়ো এবং অল্প কেশর মিশিয়ে নিন। মেশানোর সময় মনে মনে বলুন ‘ওম হ্রীং’। মন্ত্রটি তিন বার বলতে হবে। তার পর সেই দুধটা বাচ্চাকে খাইয়ে দিন। এই টোটকাটি পালন করলেও ভাল ফল পাবেন।
৩) বাচ্চার কপালে প্রতি দিন হলুদের টিকা লাগান। এর ফলে তার বৃহস্পতি গ্রহ সবল হবে। জন্মছকে যদি বৃহস্পতি শুভ অবস্থায় থাকে, তা-হলে বাচ্চার শুভবুদ্ধির উদয় হবে। আপনার সন্তান নিজে থেকেই কোনটা ভাল, আর কোনটা খারাপ বুঝতে শিখবে এবং ভাল কাজের প্রতি ঝোঁক বাড়বে।