মার্চ মাসের প্রথম দিন বৃষ রাশিতে অবস্থান করবে বৃহস্পতি। মিথুন রাশিতে অবস্থান করবে মঙ্গল। কন্যা রাশিতে অবস্থান করবে কেতু। কুম্ভ রাশিতে একত্রে অবস্থান করবে শনি এবং রবি। রবি ১৪ মার্চ এবং শনি ২৯ মার্চ রাশি পরিবর্তন করে পরবর্তী মীন রাশিতে গমন করবে। মীন রাশিতে একসঙ্গে অবস্থান করবে শুক্র, বুধ, চন্দ্র এবং রাহু।
মেষ রাশির কর্মক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান হলেও, অস্তমিত অবস্থানের কারণে মেষ রাশিকে কর্মক্ষেত্রে পূর্ণ সুফল প্রদানে অক্ষম হবে।
মার্চ মাসে বৃষ রাশির কর্মক্ষেত্র অধিপতি অস্তমিত অবস্থানে থাকবে। কর্মক্ষেত্রে অবস্থান রবির। সুফল প্রাপ্তির সম্ভাবনা খুবই কম, সাবধানে থাকবেন।
মিথুন রাশির কর্মক্ষেত্রে অবস্থান রাহু, শুক্র এবং বুধের। কর্মক্ষেত্র অধিপতির সঙ্গে শুক্রের স্থান পরিবর্তনের কারণে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে।
মার্চ মাসে কর্কট রাশির কর্মক্ষেত্র অধিপতির অবস্থান এবং কর্মক্ষেত্রের অবস্থান অনুযায়ী কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
সিংহ রাশির কর্মক্ষেত্রে অবস্থান বৃহস্পতির। বৃহস্পতির কর্মক্ষেত্র অধিপতির সঙ্গে স্থান পরিবর্তনের কারণে শুভ ফল লাভ করবেন।
মার্চ মাসে কন্যা রাশির কর্মক্ষেত্রে মঙ্গলের অবস্থান থাকবে। কর্মক্ষেত্রে পূর্ণ সুফল এবং সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম।
তুলা রাশির কর্মক্ষেত্রের সঙ্গে রাহুর দৃষ্টি সম্পর্ক থাকার ফলে মিশ্র ফল লাভ করবেন।
বৃশ্চিক রাশির কর্মক্ষেত্র অধিপতি মাসের প্রথম ভাগে শনির সঙ্গে অবস্থান করবে, পরবর্তী ভাগে রাহুর সঙ্গে অবস্থানের কারণে কর্মক্ষেত্রে বিশেষ সফলতা পাবেন না। সুফল প্রাপ্তির ক্ষেত্রেও বাধা আসবে।
মার্চ মাসে ধনু রাশির কর্মক্ষেত্রে কেতুর অবস্থান এবং বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্ক রয়েছে। কর্মক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
মকর রাশির কর্মক্ষেত্র অধিপতি বৃহস্পতির সঙ্গে ক্ষেত্র পরিবর্তন করার ফলে শুভ ফল লাভ করবেন।
মার্চ মাসে কুম্ভ রাশির কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক শুভ ফল প্রাপ্ত হবে।
মীন রাশির কর্মক্ষেত্রের সঙ্গে মঙ্গলের দৃষ্টি সম্পর্ক থাকলেও রাশি অধিপতির শুক্রের সঙ্গে স্থান পরিবর্তনের কারণে শুভ ফলই দান করবে।