কুকুরছানার সঙ্গে লুকোচুরি খেলছিল একটি বিড়াল। কিন্তু লুকোনোর জায়গা খুঁজে পাচ্ছিল না সে। তাই উপায় না পেয়ে গাছের ডাল আঁকড়ে ঝুলে পড়ল বিড়ালটি। তন্ন তন্ন করে খোঁজার পরেও বিড়ালের দেখা পেল না কুকুরটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘লেকয়েনঅ্যানিম্যাল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বিড়াল গাছের ডাল আঁকড়ে ধরে গাছের সঙ্গে একেবারে মিশে রয়েছে। গাছের আশপাশে ঘোরাফেরা করলেও বিড়ালটিকে খুঁজে পাচ্ছে না কুকুরটি। গাছে চড়ে কুকুরটিকে আড়াল থেকে দেখে চলেছে বিড়ালটি। বাগানের মধ্যে এ দিক-সে দিক দৌড়ে বেড়াচ্ছে কুকুরটি।
কিন্তু বিড়ালটিকে খুঁজে পাচ্ছে না সে। লুকোচুরি খেলতে গিয়ে বিড়ালটি কোথায় লুকিয়ে পড়ল তা বুঝতেই পারছে না কুকুরছানা। গাছের ডালে উঠে পড়ে কুকুরটিকে বোকা বানিয়ে বেজায় খুশি হল বিড়ালছানা। অন্য দিকে বিড়ালকে খুঁজে না পেয়ে বাগানের পাশের ঝোপঝাড়ের ভিতর ঢুকে পড়ল কুকুরটি। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বিড়ালটি তো কুকুরকে টুপি পরিয়ে দারুণ মজা পেয়েছে!’’