সংখ্যাতত্ত্ব অনুযায়ী সৌভাগ্যসংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংখ্যা। এটিকে সঠিক ভাবে প্রয়োগ করার ফলে জীবনে আসবে সৌভাগ্য ও সফলতা। আমরা প্রায় সকলেই নিজেদের সৌভাগ্যসংখ্যা কী সেটা জানতে চাই। আপনার সৌভাগ্যসংখ্যা বিচার করার সহজ পদ্ধতি রয়েছে সংখ্যাতত্ত্বে। সেটা জেনে নিলে নিজেই নিজের সৌভাগ্যসংখ্যা কী সেটা জানতে পেরে যাবেন।
আরও পড়ুন:
সংখ্যাতত্ত্বের বিচার সারা পৃথিবীতেই খুবই প্রচলিত এবং গ্রহণযোগ্যও। সংখ্যাতত্ত্বের সাহায্যে খুব সহজ পদ্ধতিতে বিচার করা সম্ভব। সম্ভবত, এর দ্বারা করা বিচার ফলপ্রসূ হওয়ার কারণেই এটি প্রচলিত এবং গ্রহণযোগ্যতাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সংখ্যাতত্ত্ব নতুন কিছু নয়, এটি অত্যন্ত প্রাচীন জ্যোতিষশাস্ত্রের অংশ। ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর অনেক দেশে বহু কাল আগে থেকেই সংখ্যাতত্ত্ব প্রচলনের নমুনা পাওয়া যায়। সংখ্যাতত্ত্বের মূল বিষয় হল বিভিন্ন সংখ্যা পাঠোদ্ধার করা। সংখ্যাতত্ত্বে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যার গুরুত্ব সর্বাধিক। ১–৯ সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ভবিষ্যদ্বাণীও করা হয়। প্রত্যেকটি সংখ্যা এক একটি গ্রহের সঙ্গে সম্পর্কিত।
জেনে নেওয়া যাক সংখ্যাতত্ত্বে সৌভাগ্যসংখ্যা কী?
সংখ্যাতত্ত্ব অনুযায়ী প্রত্যেক নর-নারীর নামের মধ্যে লুকিয়ে থাকে তাঁর সৌভাগ্যসংখ্যা বা লাকি নম্বর।
ব্যক্তির নামের (ইংরেজি) বর্ণমালার যোগফলের সংখ্যাই হল নির্দিষ্ট মানুষের সৌভাগ্যসংখ্যা বা লাকি নম্বর।
সৌভাগ্যসংখ্যা বা লাকি নম্বর নির্ণয়ের পদ্ধতি বা পাঠোদ্ধারের নিয়ম:
ইংরেজির প্রতিটি বর্ণমালার নির্দিষ্ট সংখ্যা আছে, যেমন এ=১, বি= ২, আই= ৯, জে=১, কে =২, এস=১, জ়=৮ ইত্যাদি। নির্দিষ্ট ব্যক্তির পদবি-সহ নামের প্রত্যেক বর্ণ (ইংরেজি) সংখ্যায় পরিবর্তন করতে হবে এবং প্রাপ্ত প্রত্যেক সংখ্যা যোগ করে এক সংখ্যায় পরিবর্তন করতে হবে। প্রাপ্ত যোগফলই হবে নির্দিষ্ট ব্যক্তির সৌভাগ্যসংখ্যা বা লাকি নম্বর।
সৌভাগ্যসংখ্যা বা লাকি নম্বর থেকেই বোঝা যাচ্ছে কোনও মানুষের জীবনে নির্দিষ্ট এই সংখ্যার গুরুত্ব ঠিক কতটা। সংখ্যাতত্ত্ব অনুযায়ী সৌভাগ্যসংখ্যা বা লাকি নম্বর নির্দিষ্ট মানুষের জীবনে সর্বদা সৌভাগ্য এবং সফলতা দান করে। এই সংখ্যা অনুসারে ব্যবসা, ভ্রমণ ইত্যাদি শুরু করলে সফলতা আসে।