Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Reasons For Breast Pain

মাঝেমধ্যেই বাঁ স্তনে ব্যথা হয়? কী কী কারণে এমনটা হতে পারে, সতর্ক হবেন কখন?

স্তনে ব্যথা মানেই মারণরোগের আতঙ্কে ভোগার কিছু নেই। আরও বিভিন্ন কারণে স্তনে ব্যথা হতে পারে। কোন লক্ষণ স্বাভাবিক? কোন লক্ষণ দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন?

What’s causing a sharp pain in breast

স্তনের যন্ত্রণা কোন রোগের উপসর্গ? ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৩ ১৭:৪৬
Share: Save:

স্তনে কোনও রকম পরিবর্তন এলেই সবার আগে মাথায় আসে মারণরোগ ক্যানসারের কথা। স্তনে যন্ত্রণা কিন্তু ওই একটাই কারণে হয় এমনটা নয়। ঋতুচক্র পিছিয়ে গেলে কিংবা শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলেও স্তনে ব্যথা হতে পারে। সে ক্ষেত্রে নিজে একটু সতর্ক হলেই সমস্যার সমাধান করা যায়। তবে স্তনে যদি কোনও সংক্রমণের কারণে ব্যথা হয়, তা হলে কিন্তু সমস্যা আছে।

স্তনের তীব্র ব্যথার পাশাপাশি আর কোন কোন উপসর্গ দেখলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে?

১) বুকে চাপ অনুভূত হলে, বুকের ভিতরটা ভারী লাগলে।

২) স্তনের ব্যথা যদি ঘাড়, গলা, বাহু কিংবা চোয়ালে ছড়িয়ে যায়।

৩) মাথা ঘোরার পাশাপাশি হঠাৎ ঘাম।

৪) শ্বাস নিতে সমস্যা।

৫) হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলা।

স্তনের ব্যথার পাশাপাশি উপরের উপসর্গগুলি হৃদ্‌রোগ, স্ট্রোক কিংবা ফুসফুসে রক্ত জমাট বাঁধার লক্ষণ হতে পারে।

যদি ঋতুচক্রে গন্ডগোলের জন্য স্তনে ব্যথা হয়, সে ক্ষেত্রে কেবল ঋতুস্রাবের আগে, ঋতুস্রাব চলাকালীন কিংবা ঋতুস্রাবের পরে পরেই হবে। এ ক্ষেত্রে ব্যথার তীব্রতা অসহনীয় হয় না। এ ক্ষেত্রে দুটি স্তনেই ব্যথা হয়। স্তনে ফোলা ভাবও দেখা যায় তবে কয়েক দিনের জন্য। তবে যদি স্তনে ব্যথার সঙ্গে ঋতুচক্রের সম্পর্ক না থাকে, সে ক্ষেত্রে মাসের যে কোনও সময়ই ব্যথা শুরু হয়। এবং দীর্ঘ দিন ধরে ব্যথা থাকে। গোটা স্তনে নয়, স্তনের কোনও নির্দিষ্ট অংশে ব্যথা হয়। ঋতুবন্ধ হয়ে গেলে যদি স্তনে ব্যথা হয়, তা হলে সতর্ক হতে হবে। এ ছাড়া যাঁদের স্তনের আকার বড় হয়, তাঁদেরও অনেক সময় স্তনে ব্যথা হতে পারে।

অন্য বিষয়গুলি:

Breast Pain Symptoms
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE