রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএলে নজির গড়লেন অর্শদীপ সিংহ। পঞ্জাব কিংসের জোরে বোলার ভেঙে দিলেন পীযূষ চাওলার রেকর্ড। শুক্রবার ফিল সল্টকে আউট করে নজির গড়েছেন বাঁহাতি জোরে বোলার।
আইপিএলের ইতিহাসে পঞ্জাব কিংসের সফলতম বোলার হলেন অর্শদীপ। শুক্রবার বেঙ্গালুরুর ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে সল্টকে আউট করে চাওলার রেকর্ড ভেঙে দিলেন তিনি। পঞ্জাবের হয়ে ৮৭টি ম্যাচে ৮৪টি উইকেট নিয়েছিলেন চাওলা। পঞ্জাবের জার্সি গায়ে সল্ট হলেন অর্শদীপের ৮৫তম উইকেট। পরে বিরাট কোহলিকেও আউট করেন বাঁহাতি জোরে বোলার। শুক্রবারের পর পঞ্জাবের হয়ে ৭২টি ম্যাচে অর্শদীপের উইকেট সংখ্যা হল ৮৬টি।
আরও পড়ুন:
পঞ্জাবের হয়ে আইপিএলে সফলতম বোলারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সন্দীপ শর্মা। তিনি ৬১টি ম্যাচ খেলে ৭৩টি উইকেট নিয়েছেন। চতুর্থ স্থানে অক্ষর পটেল। পঞ্জাবের জার্সি গায়ে আইপিএলে অক্ষরের ৬৯টি উইকেট রয়েছে ৭৩টি ম্যাচ খেলে। তালিকায় পঞ্চম স্থানে মহম্মদ শামি। বাংলার জোরে বোলার পঞ্জাবের হয়ে ৪২টি ম্যাচ খেলে ৫৮টি উইকেট নিয়েছেন।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ