Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
Cancer Vaccine

ক্যানসারের টিকা তৈরি করে ফেলেছে রাশিয়া! আগামী বছর থেকে দেওয়া হবে বিনামূল্যে, দাবি পুতিনের

রুশ স্বাস্থ্যমন্ত্রকের অধীনস্থ রেডিয়োলজি মেডিক্যাল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপ্রিন জানিয়েছেন, রাশিয়ার বিজ্ঞানীরা ‘এমআরএনএ’ বা মেসেঞ্জার আরএনএ প্রযুক্তির সাহায্যের ক্যানসারের প্রতিষেধক তৈরি করেছেন।

Russia claims they have developed cancer vaccine to be distributed free of charge

ক্যানসারের টিকা আবিষ্কারের দাবি রাশিয়ার। ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১০:৫০
Share: Save:

মারণরোগ ক্যানসারের টিকা তৈরি করে ফেলেছেন তাঁর দেশের বিজ্ঞানীরা। ২০২৫ সাল থেকে তা ক্যানসারের রোগীদের দেওয়া হবে বিনামূল্যে। এমনটাই দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ রেডিয়োলজি মেডিক্যাল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপ্রিন জানিয়েছেন, রাশিয়ার বিজ্ঞানীরা ‘এমআরএনএ’ বা মেসেঞ্জার আরএনএ প্রযুক্তির সাহায্যে ক্যানসারের প্রতিষেধক তৈরি করেছেন। এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ চলছে দেশে। সব রিপোর্ট ঠিকঠাক থাকলে আগামী বছরের মধ্যে তা চলে আসবে রোগীদের হাতের নাগালে।

রাশিয়ার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, রেডিয়োলজি মেডিক্যাল রিসার্চ সেন্টার ও গ্যামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির যৌথ উদ্যোগে প্রতিষেধকটি তৈরি হয়েছে। সেটির প্রথম পর্যায়ের ট্রায়ালে দেখা গিয়েছে, টিকার ডোজ়ে ক্যানসার রোগীদের শরীরে টিউমার কোষের বিভাজন বন্ধ হচ্ছে। অর্থাৎ প্রতিষেধকটি শরীরে এমন অ্যান্টিবডি তৈরি করছে, যা ক্যানসার কোষের ছড়িয়ে পড়া আটকাতে পারে। তবে এই প্রতিষেধক কী ধরনের ক্যানসার প্রতিরোধ করতে পারবে, কী ডোজ়ে লোকজনকে দেওয়া হবে তা স্পষ্ট করে জানানো হয়নি। প্রতিষেধকের নামও প্রকাশ্যে আনেনি রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক।

এই প্রসঙ্গে গ্যামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারের বিজ্ঞানী আলেকজ়ান্ডার গিন্টস্‌বার্গের মত, মেসেঞ্জার আরএনএ প্রযুক্তিতে তৈরি প্রতিষেধকটি শরীরে ঢুকে শরীরেরই রোগ প্রতিরোধী কোষগুলিকে (ইমিউন কোষ) সক্রিয় করে তুলবে। ফলে বি-লিম্ফোসাইট কোষ প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করে ক্যানসার কোষের বাড়বৃদ্ধি বন্ধ করবে।

বিশ্বের অন্যান্য দেশের মতো রাশিয়াতেও ক্যানসার রোগীর সংখ্যা বাড়ছে। ২০২২ সালে রুশ স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, রাশিয়াতে ক্যানসার রোগীর সংখ্যা ছিল ৬ লক্ষের বেশি। কোলন, স্তন ও ফুসফুসের ক্যানসারে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেই জানিয়েছিল রাশিয়া।

উল্লেখ্য, বর্তমানে রাশিয়া ছাড়াও অনেক দেশ এবং সংস্থা ক্যানসারের টিকা নিয়ে কাজ করছে। হিউম্যান প্যাপিলোমাভাইরাস-এর বিরুদ্ধে বর্তমানে ছ’টি লাইসেন্সপ্রাপ্ত টিকা রয়েছে। এই ভাইরাস জরায়ুমুখের ক্যানসারের কারণ। এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যানসার তো প্রতিরোধ করেই, তা ছাড়াও আরও কয়েক রকম ক্যানসার থেকেও সুরক্ষা দিতে পারে বলে দাবি। আরও একটি প্রতিষেধক তৈরি হয়ে গিয়েছে, যেটি হেপাটাইটিস বি-এর টিকা। এই প্রতিষেধক লিভার ক্যানসার প্রতিরোধ করতে পারে বলে দাবি। এ ছাড়াও প্রস্টেট, ব্লাডার, কিডনির ক্যানসারের প্রতিষেধক নিয়ে গবেষণা চলছে। কিন্তু সে সব প্রতিষেধক এখনও পরীক্ষামূলক স্তরে আছে বলেই জানা গিয়েছে।

অন্য বিষয়গুলি:

Cancer treatment Cancer Risk Cancer Research Vaccine Russia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy