দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়ে ছটফট করছেন এক যুবক। রক্তে ভেসে যাচ্ছে শরীর। পথচারীদের দেখলেই কাতর কণ্ঠে আর্জি জানাচ্ছেন, ‘‘আমাকে হাসপাতালে নিয়ে চলুন।’’ কিন্তু কারও কানেই পৌঁছোল না যুবকের সেই আর্জি। পথচারীরা দেখলেন, কেউ কেউ ছবি তুললেন, ভিডিয়ো করলেন, পাশ কাটিয়ে চলেও গেলেন। পরে যদিও খবর পেয়ে পুলিশ আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এমনই এক ‘অমানবিক’ দৃশ্যের সাক্ষী থাকল মধ্যপ্রদেশের নরসিংহপুর।
স্থানীয় সূত্রে খবর, সোমবার গভীর রাতে গাডরওয়ারায় বাইকে করে যাচ্ছিলেন। পিজি কলেজের সামনে অজ্ঞাতপরিচয় একটি গাড়ি এসে যুবককে ধাক্কা মেরে পালিয়ে যায়। রাস্তায় ছিটকে পড়ে পায়ে গুরুতর আঘাত পান যুবক। ওঠার ক্ষমতা ছিল না তাঁর। রাস্তার মাঝে আহত অবস্থায় পড়ে ছিলেন তিনি। তাঁকে পাশ কাটিয়ে একের পর এক গাড়ি, বাইক চলে যাচ্ছিল। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বার বার পথচারীদের কাছে কাতর আর্জি জানাচ্ছিলেন ওই যুবক। কিন্তু অভিযোগ, অনেকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যান।
আরও অভিযোগ, পথচারীদের অনেকে আবার এই ঘটনার ভিডিয়োও করেন। কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেননি। যুবককে হাসপাতালে পৌঁছোনোর ব্যবস্থাও করে দেননি কেউ। তবে পথচারীদের কেউ পুলিশকে খবর দেন। বেশ কিছু ক্ষণ রাস্তায় পড়ে থাকার পর যুবককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।