সকাল শুরু হয় ওট্স দিয়ে। দিনভর প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট খেতে হয় মেপে। জীবন থেকে বাদ গিয়েছে আইসক্রিম, মিষ্টি। তা বলে কি একই নিয়ম খাটবে পয়লা বৈশাখে? রসগোল্লা বা ঘন দুধে ফোটানো রসমালাই দেখে লোভ সংবরণ করে নিজেকে বোঝাতে হবে?
সম্প্রতি একটি পডকাস্টে শেষ পাতের মিষ্টিমুখ নিয়ে কিন্তু একদম ভিন্ন কথা বলেছেন বি টাউনের নামজাদা পুষ্টিবিদ রুজতা দিবেকর। অভিনেত্রী করিনা কপূরের পুষ্টিবিদ হিসেবে তাঁকে সকলে চিনলেও আলিয়া ভট্ট থেকে করিশ্মা কপূর-সহ বলিউডের অনেক তারকাই ডায়েটের ব্যাপারে রুজুতার পরামর্শ মানেন।
তিনিই বলছেন, শেষ পাতের মিষ্টি কতটা স্বাস্থ্যকর তা নিয়ে না ভেবে পরিমিত পরিমাণে খেলেই ঝামেলা মিটে যায়। একটি পডকাস্টে শেষ পাতের মিষ্টি নিয়ে কথা বলার সময়ে তিনি বলেন, ‘‘আমি কখনও কাঠবাদামের ময়দার (আমন্ড ফ্লাওয়ার) কেক, মিলেট কেক ছুঁয়ে দেখিনি। খেতে হলে চিনি, মাখন, ময়দা দেওয়া কেকই খাব।’’ রুজুতার স্পষ্ট কথা, স্বাস্থ্যকর ডেসার্টে বিশ্বাসী নন তিনি। বরং তাঁর কাছে দৈনন্দিন খাবার স্বাস্থ্যকর হতে পারে। জীবন থেকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ক্যালোরি বাদের অর্থ হল আনন্দই চলে যাওয়া।
রুজুতার কথায়, “খেতে হলে সবটাই খাওয়া দরকার। কুসুম ছাড়া ডিম, ফ্যাট ছাড়া দুধ! এ সব অর্থহীন।” একই যুক্তি দেখিয়ে দিল্লির ইন্দ্রপ্রস্থের পুষ্টিবিদ রিচা চতুর্বেদী বলছেন, “শেষ পাতের মিষ্টিমুখে কোনও সমস্যা নেই। তবে পরিমাণ বোঝা জরুরি।” তাঁর সংযোজন, ‘‘মিষ্টি খেতে হলে চিনি দেওয়া মিষ্টি খাওয়াই ভাল, মিষ্টির বদলে সুগার-ফ্রি, চকোলেট দিয়ে ক্যালোরি কমানোর দাবির যৌক্তিকতা থাকে না সব সময়। বরং পরিমিত ডেসার্ট এক দিন খেলে, সপ্তাহের বাকি দিনগুলিতে খাওয়ার ইচ্ছা নিয়ন্ত্রণ করা সহজ হবে।’’
- পয়লা বৈশাখ মানেই বাঙালির বাঙালিত্বের উদ্যাপন। সাদা-লাল শাড়ির ফ্যাশন, বাঙালি খাওয়া-দাওয়া, হালখাতা— এই সবই জাগিয়ে তোলে বাঙালির স্মৃতিমেদুরতাকে।
- বছর ঘুরে আবার আসছে বাংলার নববর্ষ। ১৪৩২ আরও অনেক নতুন কিছু নিয়ে আসবে। নববর্ষকে কী ভাবে স্বাগত জানাবে বাঙালি? তারই হাল হদিস।
-
মননে সাহিত্য-শিল্পের বাঙালিয়ানা, বল্লভপুরের রূপকথা শুনবে ক্যাম্পাস শহর
-
কেউ শাড়ি, কেউ সালোয়ার, সাবেক ও সাম্প্রতিকের যুগলবন্দি নববর্ষে, কেমন সাজলেন টলিসুন্দরীরা
-
কাঁধে এক কাঁদি কলা, চুলে হলুদ-বেগনি ফুল, সমুদ্রতটে আঁচল উড়িয়ে নতুন বছরকে স্বাগত স্বস্তিকার
-
বিশেষ দিনে ভিড় করে স্মৃতিমেদুরতা, বর্তমান প্রজন্মও অতীতে চোখ রাখে, নববর্ষে মনে করালেন সোহম
-
দিনের শেষে মেকআপ তুলে ফেলাও জরুরি, ফেসওয়াশ ফুরিয়ে গেলে কী করবেন?