সপরিবার কাশ্মীর বেড়াতে গিয়ে আটকে পড়েছেন দেবদূত ঘোষের বড়ভাই। পহেলগাঁও-এর ঘটনায় ত্রস্ত উপত্যকা। তাই নির্দিষ্ট সময়ের আগেই সেখান থেকে ফেরার সিদ্ধান্ত নিচ্ছেন পর্যটকেরা। কিন্তু বাধ সাধছে বিমান ভাড়া। মঙ্গলবার জঙ্গি হামলার ঘটনার পর থেকে হু হু করে বাড়ছে টিকিটের দাম, যা মধ্যবিত্তের নাগালের বাইরে। একই পরিস্থিতির সম্মুখীন অভিনেতা ও বাম নেতা দেবদূত ঘোষের ভাই ও তাঁর পরিবার। এই পরিস্থিতিতে পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা কী? প্রশ্ন তুলছেন দেবদূত।
আনন্দবাজার ডট কমকে দেবদূত বলেন, “ওখানে ওঁরা সবাই খুব আতঙ্কে রয়েছেন। অনেকে একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন। একসঙ্গে ফেরার টিকিট পাচ্ছেন না। তাই ভাগ ভাগ করে ফেরার চেষ্টা করছেন। কাশ্মীর থেকে সরাসরি কলকাতা ফেরার টিকিটের দাম প্রায় ৩৩ হাজার টাকায় পৌঁছেছে।” তাই সরাসরি না এসে দিল্লি হয়ে কলকাতা ফেরার চেষ্টা করছেন তাঁরা। কিন্তু সেই টিকিটের দামও খুব কম নয়, জানান দেবদূত। তিনি বলেন, “দিল্লি হয়ে ফিরতে ২২ হাজার টাকা খরচ হচ্ছে। এই বিপদের মুহূর্তে বিমান পরিবহণ মন্ত্রকের তো কিছু করা উচিত। তারা কী করছে? ওদের প্রত্যেকের ফেরার টিকিটই তো কাটা ছিল। কিন্তু পরিস্থিতির জন্য আগে ফিরতে হচ্ছে।”
পহেলগাঁও-এর বৈসরন উপত্যকায় নিজেও বেড়াতে গিয়েছেন দেবদূত। সেখানে প্রতি ১০০ মিটার অন্তর সশস্ত্র সেনা মোতায়েন থাকে। তা হলে কী ভাবে ২৬ জনকে প্রাণ হারাতে হল জঙ্গি হামলায়? সে প্রশ্নও তোলেন অভিনেতা। তিনি বলেন, “নিরাপত্তার গাফিলতি তো রয়েছেই। তখন কী করছিল সেনা? আমার অবশ্য মনে হচ্ছে, পুলওয়ামার মতোই আরও এক বার নিরাপত্তার দিক থেকে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হল। মানুষের যা ক্ষতি হল, তা তো আর পূরণ করা যাবে না।”