Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
Shruti Haasan

কমল-সারিকার বিবাহবিচ্ছেদ বদলে দেয় জীবন, এই ঘটনা থেকে কী শিক্ষা পেয়েছিলেন কন্যা শ্রুতি?

১৯৮৬ সালে শ্রুতির জন্মের পর বিয়ে করেন কমল ও সারিকা। কিন্তু ২০০৪ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের।

Shruti Haasan says parents Kamal Haasan  and Sarika’s divorce made her realise why a woman should be independent

(বাঁ দিকে) কমন হাসনের সঙ্গে শ্রুতি। মা সারিকার সঙ্গে শ্রুতি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৫:০৯
Share: Save:

১৯৮৮ সালে সাত পাকে বাঁধা পড়েন দক্ষিণী অভিনেতা কমল হাসন এবং অভিনেত্রী সারিকা। কিন্তু ২০০২ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। দু’বছর পর তাঁদের পাকাপাকি বিচ্ছেদ হয়। বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ নিয়ে এ বার মুখ খুললেন মেয়ে শ্রুতি হাসন।

শ্রুতি জানিয়েছেন, বাবা-মায়ের বিচ্ছেদের ঘটনা অল্প বয়সেই তাঁকে আরও বেশি করে অর্থনৈতিক নিরাপত্তাহীনতা প্রসঙ্গে সচেতন করেছে। শ্রুতি বলেন, ‘‘খুব সুন্দর একটা পরিবারে বড় হয়েছি। কিন্তু অন্য দিকটাও আমি দেখেছি। আমার বাবা-মায়ের বিচ্ছেদের সঙ্গে সব কিছু বদলে গিয়েছিল।’’ শ্রুতি জানান, তার পর থেকেই তিনি নিজের পায়ে দাঁড়ানোর গুরুত্ব বুঝতে পারেন। শ্রুতির কথায়, ‘‘মা যখন দাম্পত্য থেক বেরিয়ে এলেন, তখন বুঝতে পারলাম স্বাধীন ভাবে বেঁচে থাকার গুরুত্ব।’’

শ্রুতি জানান, অভিভাবকদের বিচ্ছেদ হলে সন্তানের উপর তার প্রভাব পড়ে। তিনি নিজের জীবনেও সেটা অনুভব করেছেন। শ্রুতির কথায়, ‘‘শুধুই বাবা-মা বা সন্তান নন, এমন অনেক পরিবার রয়েছে, যেখানে অনিচ্ছাকৃত ভাবেই দম্পতিকে থাকতে হয়। সেই পরিবারটাই দুঃখে ভরে ওঠে।’’

১৯৮৬ সালে শ্রুতির জন্মের পর বিয়ে করেন কমল ও সারিকা। তাঁদের দ্বিতীয় কন্যাসন্তান অক্ষরাকে একাই বড় করে তুলেছেন সারিকা। শ্রুতিকে দর্শক এর আগে ‘সালার: পার্ট ওয়ান সিজ় ফায়ার’ ছবিতে দেখেছেন। এই ছবিতে অভিনেত্রীর সঙ্গে ছিলেন প্রভাস। আগামী বছর মুক্তি পাবে রজনীকান্ত অভিনীত ছবি ‘কুলি’। এই ছবিতে অভিনেতার সঙ্গে রয়েছেন শ্রুতি।

অন্য বিষয়গুলি:

Shruti Haasan Kamal Haasan Sarika Married life Divorce Bollywood News
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy