Advertisement
E-Paper

দুশ্চিন্তা হলেই বাড়ির বিশেষ স্থানে বসে থাকেন গৌরী! ‘মন্নত’ নিয়ে কী জানালেন শাহরুখ-পত্নী?

গৌরীর কথায়, “যখনই কোনও বিষয় নিয়ে চিন্তায় থাকি, বাড়ির এই অংশে গিয়ে আমি বসি।” এখানে বসলেই নাকি তাঁর দুশ্চিন্তা কমে যায় অনেকটা।

Shah Rukh Khan’s wife Gauri Khan revealed which part of the house is her favourite

মন্নত নিয়ে কী জানালেন শাহরুখ-পত্নী গৌরী? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ২০:১৩
Share
Save

সপরিবারে ‘মন্নত’ ছাড়ছেন শাহরুখ খান। আগামী কয়েক দিন তারকার বাড়িতে নানা কাজ হবে। বদলে যাবে বাড়ির অন্দরসজ্জা। তাই সেই বাড়ি ছেড়ে আপাতত পালি হিলের আবাসনে গিয়ে উঠছেন শাহরুখ ও তাঁর পরিবার। অনুরাগীদের আশা, আরও সুন্দর হয়ে উঠবে বলিউডের বাদশাহের বাড়ি। এর মধ্যেই জানা গেল, ‘মন্নত’-এর কোন অংশ শাহরুখ-পত্নী গৌরীর সবচেয়ে পছন্দের।

মুম্বই গেলেই শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’-এর সামনে ভিড় করেন অনুরাগীরা। সেই বাড়ির সামনে ছবিও তোলেন তাঁরা। এক সাক্ষাৎকারে গৌরী নিজেই জানিয়েছিলেন, বাড়ির কোন অংশ তাঁর মনের সবচেয়ে কাছের। শাহরুখ-জায়া জানিয়েছিলেন, সময় পেলেই তিনি সুইমিং পুলের ধারে গিয়ে বসেন। সেই অংশই তাঁর সবচেয়ে পছন্দের। গৌরী বলেছিলেন, “যখনই কোনও বিষয় নিয়ে চিন্তায় থাকি, বাড়ির এই অংশে গিয়ে আমি বসি।” এখানে বসলেই নাকি তাঁর দুশ্চিন্তা কমে যায় অনেকটা।

সেই এলাকাতেও আগামী দিনে বদল আসবে কি না তা এখনও জানা যায়নি। আগামী মে মাস থেকে শুরু হবে ‘মন্নত’-এর কাজ। টানা দু’বছর ধরে বাড়ির কাজ চলবে। ‘মন্নত’-এ নাকি আরও দু’টি তল যোগ করা হবে। এর জন্য প্রশাসনের তরফ থেকে গৌরী খান অনুমতিও নিয়েছেন ২০২৪ সালে। পালি হিলে নতুন বাড়ির জন্য বছরে ২.৯০ কোটি টাকা ভাড়া দিতে হবে খান দম্পতিকে।

উল্লেখ্য, এই মুহূর্তে শাহরুখ ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘কিং’ নিয়ে। এই ছবিতে দেখা যাবে শাহরুখ-কন্যা সুহানাকেও। এর আগে ওটিটি ছবি ‘আর্চিজ়’-এ দেখা গিয়েছে সুহানাকে। তবে বড় পর্দায় এই প্রথম তাঁকে দেখা যাবে।

Gauri Khan Shah Rukh Khan

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}