অনুরাগ কাশ্যপের সিরিজ় ‘সেক্রেড গেমস’-এ রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন কুবরা সেট। অভিনয়ের পাশাপাশি লেখিকা হিসাবেও পরিচিত তিনি। সম্প্রতি গর্ভপাত নিয়ে মন্তব্য করে আলোচনার কেন্দ্রে কুবরা। তাঁর সেই মন্তব্য ঘিরে সমাজমাধ্যমেও চর্চা শুরু, তৈরি হয়েছে বিতর্কও। এ বার ‘রামায়ণ’ নিয়ে মন্তব্য করলেন অভিনেত্রী।
ইতিমধ্যেই নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে নেটপাড়ায়। ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কপূর। সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। একটি চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন কুবরাও। কিন্তু নির্বাচিত হননি বলে মুখ খুলেছেন তিনি।
শূর্পণখার চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন কুবরা। অভিনেত্রী বলেছেন, “শূর্পণখার চরিত্রের জন্য আমি একেবারে সঠিক ছিলাম। আমার নাকের গড়নের জন্যই আমি এই চরিত্রে মানানসই। কিন্তু ওরা তো আমাকে নিল না এই চরিত্রে। আমার এখন কৌতূহল হচ্ছে, এই চরিত্রের জন্য ওরা কাকে নিয়েছে।”
আরও পড়ুন:
অডিশন দিয়ে সুযোগ না পেলেও, আক্ষেপ নেই কুবরার। তাই তিনি বলেছেন, “হ্যাঁ আমি শূর্পণখার চরিত্রের জন্য অডিশন দিয়েছিলাম ঠিকই। কিন্তু আমরা তো চাইলেই বা চেষ্টা করলেই সব পাই না। তার মানে এই নয়, আমি বিরাট কিছু হারিয়ে ফেলেছি। আমি এইটুকু অভিজ্ঞতার জন্যই কৃতজ্ঞ।”
উল্লেখ্য, বছর তিনেক আগে আত্মজীবনী লেখেন কুবরা। সেখানেই স্বীকার করেন ৩০ বয়সে গর্ভপাত করাতে হয়েছিল তাঁকে। যদিও এই ঘটনা মানুষ হিসাবে তাঁকে শক্তিশালী করেছে। জীবনের সমস্ত সিদ্ধান্ত একা গ্রহণ করার ক্ষমতা তৈরি করেছে এই ঘটনা। এ বিষয়ে কোনও অনুতাপ নেই অভিনেত্রীর। এর পরে অভিনেত্রীকে দেখা যাবে ‘ট্রায়াল ২’ ওয়েব সিরিজ়ে।