ফের এক নিন্দককে একহাত নিলেন জাভেদ আখতার। মঙ্গলবার চ্যাম্পিয়নস্ ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে পরাজিত অস্ট্রেলিয়া। তার পর থেকে ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাচ্ছেন সকলে। একই কাজ করেছিলেন জাভেদও। জয়ের পরে বিরাট কোহলিকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। তার পরেই তাঁর দিকে ধেয়ে আসে কটাক্ষ। চুপ থাকেননি বর্ষীয়ান গীতিকারও।
জাভেদ লিখেছিলেন, “আরও একবার প্রমাণ হয়ে গেল, আজকের ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে শক্ত ভিত হলেন বিরাট কোহলি। ওঁকে কুর্নিশ।” এই মন্তব্যের পরেই এক নিন্দক তাঁকে লেখেন, “বিরাট সবচেয়ে শক্তিশালী ভিত হলে রোহিত শর্মা কে? আরও শক্তিশালী ভিত? জাভেদ সাব আপনার লজ্জা হওয়া উচিত ভারতীয় দলকে ‘ফ্যাটশেমিং’ করার জন্য।” প্রসঙ্গত উল্লেখ্য, কংগ্রেস নেত্রী শামা মহম্মদ রোহিতের শারীরিক গঠন (ফ্যাটশেমিং) নিয়ে কটাক্ষ করেছিলেন। যদিও ম্যাচ জয়ের পরে তিনি শুভেচ্ছাও জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলকে।
এই মন্তব্য দেখেই ফুঁসে ওঠেন জাভেদ। কড়া ভাষায় জবাব দেন তিনি। জাভেদ পাল্টা লেখেন, “চুপ কর আরশোলা। আমি রোহিত শর্মা ও ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেককে সম্মান করি। কী নীচ ব্যক্তি আপনি। কী ভাবে আপনি বলতে পারেন, ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের এবং রোহিতের মতো ক্রিকেট তারকাকে অসম্মান করেছি। নিজে কখনও ভেবেছেন, আপনি কেন এত জঘন্য মানুষ?”
আরও পড়ুন:
এখানেই শেষ নয়। আর এক নিন্দক জাভেদকে খোঁচা দিয়ে লেখেন, “নিজের জাতীয়তাবাদ আপনি প্রমাণ করতে প্রস্তুত তো?” উত্তরে গীতিকার লিখেছেন, “আমি ক্রিকেটপ্রেমী। আপনার মতো লোকজন আমার ক্রিকেট প্রেম বন্ধ করতে পারবেন না। আমার দল জয়ী হলে আমি আনন্দ করব। আমাদের খেলোয়াড়েরা অসাধারণ খেলেছেন।” তিনি আরও যোগ করেন, “আর জাতীয়তাবাদের প্রশ্নে বলব, আমি আপনার কাছে কেন কোনও প্রমাণ দিতে যাব। আপনার বা আপনার পূর্বপুরুষদের তো এর সঙ্গে কোনও যোগ নেই। আপনি নিজেই জাতীয়তাবাদের অর্থ জানেন না।”