নিজের ছবির গানে নাচ অধ্যাপিকাদের, কী প্রতিক্রিয়া শাহরুখের? ফাইল চিত্র।
অভিনয় জীবনের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন শাহরুখ খান। চার বছর পরে বড় পর্দায় ফিরে ছক্কা হাঁকিয়েছেন ইতিমধ্যেই। বক্স অফিস মাতিয়ে রেখেছে তাঁর ছবি ‘পাঠান’। বিশ্বজুড়ে হাজার কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। গত এক মাস ধরে বলিউড যেন শুধুই ‘পাঠান’ময়। আট থেকে আশি, বাদশার জাদুতে বুঁদ সবাই। ফের মিলল তার উদাহরণ। শাড়ি পরে ‘পাঠান’-এর ‘ঝুমে জো পাঠান’ গানে নাচলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা। সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিয়ো। ওই ভিডিয়ো পৌঁছল খোদ শাহরুখ খানের কাছে। ভিডিয়ো দেখে আপ্লুত শাহরুখ। টুইটারে ওই ভিডিয়ো শেয়ার করে শাহরুখ লিখলেন, ‘‘এঁরাই তো এডুকেশনাল রকস্টার!’’
How lucky to have teachers and professors who can teach us and have fun with us also. Educational Rockstars all of them!! pic.twitter.com/o94F1cVcTV
— Shah Rukh Khan (@iamsrk) February 21, 2023
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, কলেজ ক্যাম্পাসে গ্যালারিতে ‘পাঠান’-এর জনপ্রিয় গান ‘ঝুমে জো পাঠান’-এ নাচ করছেন এক দল পড়ুয়া। গানের মাঝেই ফ্ল্যাশ মবের মতো ফ্রেমে চলে আসে জনা কয়েক মহিলা অধ্যাপক। তাঁর সকলের পরনে শাড়ি। গানের তালে পা মেলাতে শুরু করেন তাঁরাও। শুধু তালে পা মেলানোই নয়, গানের সঠিক কোরিওগ্রাফিতেই নাচ করেন ওই অধ্যাপকরা। কলেজের অধ্যাপিকাদের নাচ করতে দেখে খুশি পড়ুয়ারাও। ভিডিয়ো থেকে স্পষ্ট, একসঙ্গে বেশ উপভোগ করেছেন পড়ুয়া ও অধ্যাপিকারা। দিল্লি ইউনিভার্সিটির জিসাস অ্যান্ড ম্যারি কলেজের বাণিজ্য বিভাগ থেকে ইন্টারনেটে শেয়ার করা হয় এই ভিডিয়ো। ভাইরাল এই ভিডিয়ো শাহরুখে চোখে পড়তেই সমাজমাধ্যমে নিজেরা পাতায় তা শেয়ার করেন বলিউড তারকা। শাহরুখ লেখেন, ‘‘এ রকম অধ্যাপিকা পাওয়া ভাগ্যের ব্যাপার, যাঁরা শিক্ষা দেওয়ার পাশাপাশি মজা করতেও শেখান। এঁরাই তো দেশের এডুকেশনাল রকস্টার!’’
প্রসঙ্গত, দিল্লিতে বড় হওয়া শাহরুখ নিজেও দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছিলেন। এখন মুম্বইবাসী হলেও দিল্লি যে তাঁর খুব কাছের শহর, তা একাধিক বার বিভিন্ন অনুষ্ঠানেও বলেছেন বলিউডের ‘বাদশা’। নিজের বিশ্ববিদ্যালয়ের পডু়য়া ও অধ্যাপকদের নিজেরই ছবির গান উপভোগ করতে দেখে যে বেশ গর্বিত তিনি, তা স্পষ্ট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy