‘জগ্গা জসুস’-এর একটি দৃশ্যে রণবীর। ছবি: ইউটিউবের সৌজন্যে।
ভুল করে ভুল করে ফেলেছেন রণবীর কপূর। সেই ভুল নিয়েই এখন সরগরম সিনে দুনিয়া। কিন্তু কী সেই ভুল?
আসলে মুক্তি পেয়েছে অনুরাগ বসু পরিচালিত ‘জগ্গা জসুস’-এর দ্বিতীয় গান ‘গলতি সে মিসটেক’। আর সে কারণেই রণবীরের ‘ভুল’ এখন আলোচনার কেন্দ্রে। প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিত্ সিংহ।
আরও পড়ুন, অগ্রিম টাকা নিয়েও গাইলেন না ইমন? ‘অপপ্রচার’, বললেন শিল্পী
এই গানে স্কুলের ছাত্রদের সঙ্গে পারফর্ম করতে দেখা গিয়েছে রণবীরকে। স্কুল ছাত্রের ভূমিকায় বেশ মানিয়েছে নায়ককে। সম্প্রতি সাংবাদিকদের অনুরাগ বলেন, ‘‘রণবীরের অসাধারণ একটা চার্ম, ইনোসেন্স রয়েছে। যেটা এই চরিত্রের সঙ্গে মানিয়ে গিয়েছে। আমি চাই দর্শকরা একেবারে নতুন রণবীরকে দেখুন।’’ অনুরাগের দাবি, এই ছবিতে এক স্কুল ছাত্রের চরিত্রে অভিনয় করেছেন রণবীর। যা তাঁর বাস্তব বয়সের অর্ধেক। এ ধরনের চরিত্র রণবীরের কেরিয়ারে প্রথম বলেও দাবি করেছেন পরিচালক। এই ছবির প্রথম গান ‘উল্লু কে পাঠে’র পর দ্বিতীয় গানটিও মন জয় করেছে সিনেপ্রেমীদের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy