ক্যাটরিনা কাইফ।
‘‘আমি তনুশ্রীকে ধন্যবাদ জানাতে চাই,’’ #মিটু বিতর্কে এভাবেই অভিনেত্রী তনুশ্রী দত্তের পাশে দাঁড়ালেন ক্যাটরিনা।
কর্মক্ষেত্রে যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন ক্যাট সুন্দরীও। বললেন, তনুশ্রীর দেখানো পথেই অনেকেই সরব হয়েছেন। এই প্রতিবাদের একটা ইতিবাচক দিক রয়েছে। এভাবেই প্রতিবাদীদের পাশে দাঁড়ালেন ‘জগ্গা জাসুস’ নায়িকাও।
ক্যাটরিনার এই মন্তব্য যেন পালে আরও হাওয়া দিল। #মিটু নিয়ে হইচই চলছে বি টাউনে। একের পর এক অভিনেত্রী, গায়িকা যৌন হেনস্থার অভিযোগ আনছেন প্রতিষ্ঠিত অভিনেতা, গায়ক, পরিচালকদের বিরুদ্ধে। শুরুটা হয়েছিল হলিউড থেকে। তার পর বেশ কয়েকজন বলিউড অভিনেত্রীও সরব হন। সম্প্রতি তনুশ্রী দত্ত বিস্ফোরক অভিযোগ আনেন নানা পাটেকরের বিরুদ্ধে। আর তার পরেই যেন ক্ষোভের আগুনটা ছড়িয়ে পড়ল দাবানলের মতো।
এর পর #মিটু বিতর্কে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কইফ। কর্মক্ষেত্রে যৌন হেনস্থার বিরুদ্ধে সরব হওয়ার বিষয়টিকে সমর্থন করে তিনি বললেন, ‘‘যাঁরাই এ বিষয়ে প্রতিবাদ করেছেন তাঁদের সাধুবাদ জানাই আমি।’’
আরও পড়ুন: #মিটু-র ধাক্কা! ইন্ডিয়ান আইডল ছেঁটে ফেলল অনু মালিককে
পাশাপাশি তনুশ্রী দত্তকেও সমর্থন করেছেন তিনি। বলেন, ‘‘আমি তনুশ্রীকে ধন্যবাদ জানাতে চাই প্রথম বার যৌন হেনস্থা সংক্রান্ত অভিযোগ সামনে আনার জন্য। ওর দেখানো পথে এরপর অনেকেই সরব হয়েছেন।’’
আরও পড়ুন: যোগে যোগাযোগ, কানাডার ক্যাথরিন এখন কালনার টিনের ঘরের বৌমা
তবে বিষয়টি নিয়ে কেউ যেন অহেতুক অভিযোগ না করেন, সে দিকেও খেয়াল রাখার কথা বলেছেন ক্যাট। অনেকে লাইমলাইটে আসার জন্যও এ ধরনের অভিযোগ করতে পারেন বলে দাবি করেছেন তিনি।
তনুশ্রীর পর আরও কয়েক জন নায়িকা কর্মক্ষেত্রে যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন। ভারতের রাজনীতি থেকে বিনোদন জগত, সর্বত্র যৌন হেনস্থার অভিযোগে নারীরা সরব হয়েছেন।
মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy