ইশা
ছবির নাম ‘সোয়েটার’। তবে অভিনেত্রী সোয়েটার বুনতে পারেন না। ‘‘সোজা-উল্টো বুনতে পারি। মানে মাফলারটা হয়ে যায়। কিন্তু সোয়েটার নয়,’’ হাসতে হাসতে বলছিলেন ইশা সাহা।
শিলাদিত্য মৌলিকের প্রথম বাংলা ছবির মুখ্য চরিত্রে তিনি। ‘‘আমি প্রথমেই জিজ্ঞেস করেছিলাম, সোয়েটার বোনা শিখতে হবে কি না। তবে নায়িকা হওয়ার কিছু সুবিধে তো পাওয়া যায়। আমি সেই ছাড় পেয়েছি। তবে ছবির অন্য চরিত্রদের সোয়েটার বোনার পুরোদস্তুর ক্লাস হয়েছে। আর ওদের বোনা জিনিসগুলো ছবিতে ব্যবহারও হয়েছে,’’ বলছিলেন ইশা।
এই ছবি করার জন্য ইশার দু’টি কারণ ছিল। ‘‘প্রথমত, গল্পটা খুব সরল। গল্পের চরিত্রগুলোও ততটাই সাদামাঠা। আর ছবির বেশির ভাগ চরিত্র মেয়ে। মহিলাকেন্দ্রিক এই ছবিকে ‘না’ বলার কোনও কারণ ছিল না,’’ মত তাঁর।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
ইশার প্রথম ছবি ‘প্রজাপতি বিস্কুট’ বা এই ছবিতেও তিনি ডিগ্ল্যাম চরিত্রে। এই চয়েজ়টা কি ভেবেচিন্তে নিচ্ছেন? জবাবে পাল্টা প্রশ্ন তুললেন অভিনেত্রী, ‘‘শাওন কি ডিগ্ল্যাম ছিল? আর পাঁচটা বাঙালি বাড়ির মেয়ে বা বৌ যেমন হয়, শাওনও তেমনই। তবে ‘সোয়েটার’-এর চরিত্রটি ডিগ্ল্যাম। কারণ মেয়েটার বোনের সঙ্গে ওর চারিত্রিক বৈপরীত্য ফুটিয়ে তোলার জন্য সেটা দরকার ছিল।’’ তা হলে কি গ্ল্যামারাস নায়িকার চরিত্রে দেখা যাবে না? আশ্বাস দিলেন ইশা, ‘‘সবে তো শুরু করেছি। এখনও সময় বাকি। আগামী দিনে হয়তো এর চেয়ে বেশি গ্ল্যামারাস চরিত্রেই আমাকে দেখবেন।’’
‘সোয়েটার’-এর পরে মুক্তির অপেক্ষায় ইশার ‘দুর্গেশগড়ের গুপ্তধন’। এ ছাড়া একটি জাতীয় স্তরের ওয়েব প্ল্যাটফর্মের প্রথম বাংলা সিরিজ়েও কাজ করছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy