‘হামি’র দুই খুদে। ছবি: ইউটিউবের সৌজন্যে।
স্প্যাগেটি না কালোজাম? কোনটা পছন্দ আপনার?
কেন প্রশ্নটা করছি বলুন তো? উত্তর খুব সহজ। ‘হামি’। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ‘হামি’ মুক্তি পেয়েছে গত ১১মে। যাঁরা দেখেছেন, তাঁরা জানেন, স্প্যাগেটি এবং কালোজামের রহস্য। যাঁরা এখনও দেখেননি, তাঁরাও হয়তো ট্রেলার দেখেই বুঝেছেন এই ছবির দুই খুদে ব্রত এবং তিয়াশার কেরামতি।
তবে কলকাতা এবং শহরতলির অধিকাংশ দর্শক যে ছবিটি দেখেছেন তার প্রমাণ মিলছে বক্স অফিসে খোঁজ নিলে। নন্দনের সিইও মহুয়া বন্দ্যোপাধ্যায় যেমন বললেন, ‘‘নন্দনে ১টা ১৫-র শো-এ ‘হামি’ চলছে। গত চার সপ্তাহ ধরে হাউজফুল চলছে। খুব ভাল ফিডব্যাক। নেক্সট উইকেও ছবিটা থাকছে।’’
আরও পড়ুন, ‘সত্যি বলতে কী, ‘ভুটু ভাইজান’ এতটা হিট করবে ভাবিনি’
‘হামি’ তাঁদের কেরিয়ারে কার্যত রেকর্ড তৈরি করেছে বলে দাবি করলেন শিবপ্রসাদ। তাঁর কথায়, ‘‘আজ টানা ২৮দিন নন্দনে হাউজফুল ‘হামি’। নন-প্রাইম শো। এর আগে ‘প্রাক্তন’ ১৯দিন এবং ‘পোস্ত’ ২৪দিন ছিল। এই একই ট্রেন্ড কিন্তু জয়া, পিভিআর ডায়মন্ড প্লাজা, হাইল্যান্ড পার্ক এবং স্টার থিয়েটারে। আমাদের কোনও ছবির ক্ষেত্রে এর আগে তো এমন হয়নি। আর কারও ক্ষেত্রে হয়েছে কিনা বলতে পারব না।’’
আক্ষরিক অর্থেই চলতি গরমের ছুটি জমিয়ে দিয়েছে যে সব ছবি তার মধ্যে অন্যতম ‘হামি।’ এ বার তার মুকুটে যোগ হল এক নতুন পালক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy