শ্রদ্ধা কপূর
নার্গিস ফকরি
@ShraddhaKapoor
shraddhakapoor
কেন নজরে
বলিউডে হিরোইনের ডেফিনেশন পালটে দিয়েছেন। প্যাশন স্কুবা ডাইভিং। আপাতত খেলছেন বাস্কেট বল। ‘আশিকি ২’ আর ‘হায়দার’ একশো কোটির ব্যবসা করেছে। নতুন এলেও বুঝিয়ে দিয়েছেন তিনি জাত অভিনেত্রী। সিনেমার জন্য বস্টন ইউনিভার্সিটি ছেড়ে দেন। এক্কেবারে সিনেমা পাগল! ‘বাগী’র ৮০ কোটির বক্স অফিসের পর, ইন্ডাস্ট্রি তাঁর উপর বাজি ধরতে তৈরি।
রিলিজ করবে
ফারহান আখতার-অর্জুন রামপালের ‘রক অন ২’।
ইন্ডাস্ট্রির মত
তরণ আদর্শ: লুকস আর প্রতিভার আদর্শ কম্বিনেশন। শ্রদ্ধা মানেই বক্স অফিস হিট।
মধুর ভান্ডারকর: আমার মতে পরবর্তী প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে সব থেকে ট্যালেন্টেড। নানা চরিত্র করে সেটা প্রমাণ করেছে।
@NargisFakhri
nargisfakhri
কেন নজরে
বলিউডি নায়িকা মানেই ৩৬-২৪-৩৪। এই ছকে পড়েন না নার্গিস। বয়ফ্রেন্ডের চেয়ে নার্সিগের বাইক প্রীতি বেশি। মাত্র আধ ঘণ্টাতেই রপ্ত করে ফেলেছিলেন বাইক চালানো। ‘রকস্টার’-এ রণবীরকে নিয়ে লং ড্রাইভে চলে গিয়েছিলেন। সেক্স অ্যাপিল আর অভিনয় — দু’টোকেই ব্যালেন্স করে চলতে জানেন। নিজের জাত বুঝিয়ে দিয়েছেন ‘রকস্টার’, ‘মাদ্রাস ক্যাফে’তে।
রিলিজ করবে
অক্ষয় কুমার-অভিষেক বচ্চনের ছবি ‘হাউজফুল ৩’
ইন্ডাস্ট্রির মতে
তরণ আদর্শ: খুবই সুন্দরী। আর সেজন্যই বোধহয় বক্স অফিসে সাফল্য। অভিনয়ে আরও খাটতে হবে।
মধুর ভান্ডারকর: আরও ছবি করতে হবে ওকে।
মাহিরা খান
@TheMahiraKhan
mahirahkhan
কেন নজরে
তাঁর কপিবুক লাস্য লুকে মজেছে ইন্ডাস্ট্রি। পাকিস্তানি টিভি সিরিজ ‘হামসফর’
দেখে অনেক জেনওয়াইয়ের রাতের স্বপ্নেই এখন তিনি।
রিলিজ করবে
শুরুতেই ‘রইস’। আর বিপরীতে? তারই প্রিয় নায়ক শাহরুখ ‘কিংগ’ খান।
ইন্ডাস্ট্রির মতে
তরণ আদর্শ: নিঃসন্দেহে ভাল দেখতে। ভাল অভিনেত্রী। আর বলিউড ব্রেকেই শাহরুখের মতো প্ল্যাটফর্ম!
বি টাউনে বড় পর্দায় কেমন অভিনয় করেন সেটাই দেখার।
মধুর ভান্ডারকর: ‘রইস’ না দেখে বলতে পারছি না।
টাইগার শ্রফ
ফাওয়াদ খান
@iTIGERSHROFF
tigerjackieshroff
কেন নজরে
বাবা জ্যাকি শ্রফের মতো মাচো ইমেজ নয়। ইন্টারনেটে আকছার হাসি-ঠাট্টা। করিনার সঙ্গে নাকি তাঁর মুখের বেশ মিল! টাইগারকে এসব টলাতে পারেনি।‘বাগী’র বক্স অফিস সাফল্যে ভর করে সম্ভাবনাময় অভিনেতার দৌড়ে সবাইকে পিছনে ফেলে দিয়েছেন।
রিলিজ করবে
‘আ ফ্লাইং জাঠ’।
ইন্ডাস্ট্রির মতে
তরণ আদর্শ: দু’টো সিনেমাই হিট। অ্যাকশন তো বটেই।
নাচে কিন্তু ওর তুলনা একমাত্র হৃতিক।
মধুর ভান্ডারকর: নানা ধারার সিনেমা করতে হবে।
@_fawadakhan_
fawadkhan81
কেন নজরে
এমনিতেই এই পাকিস্তানি অভিনেতার নাম শুনলে ‘অ...’ শব্দ ওঠে মেয়েদের মুখে। আর ছবি দেখলে তো কথাই নেই! ‘কপূর অ্যান্ড সন্স’য়ের পারফর্ম্যান্স সমালোচকদেরও ভাল লেগেছে।
রিলিজ করবে
কর্ণ জোহর পরিচালিত ‘ইয়ে দিল হ্যয় মুশকিল’। সই সেরে ফেলেছেন সলমনের সঙ্গে ‘যুগলবন্দী’তে।
ইন্ডাস্ট্রির মতে
তরণ আদর্শ: অসাধারণ অভিনেতা। ‘খুবসুরত’ আর ‘কপূর অ্যান্ড সন্স’য়ে ওকে দেখে আমার দারুণ সম্ভাবনাময় লেগেছে।
মধুর ভান্ডারকর: একই কথা বলব, আরও সিনেমা
করতে হবে।
তথ্য: অরিজিৎ চক্রবর্তী, সুমনা দাশগুপ্ত
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy